আইন আদালত

সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৮ মে ২০২৫, ১২:৫৬ পিএম

সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় এই অভিযোগ দায়ের করা হয়।

বুধবার (২৮ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. জসিম উদ্দিন এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, হাইকোর্ট সম্পর্কে সারজিস আলমের মন্তব্য ছিল 'মর্যাদাহানিকর' ও 'অবমাননাকর'। এর আগেই তাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছিল, যার জবাব না পাওয়ায় আদালতে অভিযোগ গঠনের পথ বেছে নেওয়া হয়।

গত শনিবার (২৪ মে) ইশরাক হোসেনের শপথ গ্রহণ সংক্রান্ত রিট খারিজের পর, সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেন, "মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?"

এই মন্তব্যের জেরে তাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়, যেখানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও ক্ষমা চাইতে বলা হয়েছিল, নির্ধারিত সময়সীমা ছিল মাত্র দুই ঘণ্টা।

প্রসঙ্গত, ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধ্য করার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দেয়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের পরপরই সারজিস আলমের বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়। এখন হাইকোর্টের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।