এক ফ্রেমে তমা মির্জা ও পূজা চেরী

২৬ জানুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৪:৩০ এএম


এক ফ্রেমে তমা মির্জা ও পূজা চেরী

এক ফ্রেমে দেখা দিলেন চলচ্চিত্রের দুই নায়িকা তমা মির্জা ও পূজা চেরী। ২৫ জানুয়ারি সন্ধ্যায় দেশে নতুন কসমেটিকস পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভেলা কসমেসিউটিক্যালস। এদিন ভেলা কসমেসিউটিক্যালস ও কোরিয়ান কোম্পানি ‘এটমী’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, এই প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবেন এই নায়িকাদ্বয়। এ সময় ভেলা কসমেসিউটিক্যালস পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া এবং এটমীর পক্ষে সারোন রোজ মাস্টার কিম বক ও ভারতের গৌরব রাওয়াত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তমা মির্জা এবং পূজা চেরী ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস, বারিশ হক, মন্দিরা চক্রবর্তী, বুলবুল টুম্পাসহ অনেকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কাজ করছে ভেলা কসমেসিউটিক্যালস। তারই ধারাবাহিকতায় এবার কোরিয়ান ব্র্যান্ড এটমীর পণ্য বিক্রি করবে বাংলাদেশের ভেলা কসমেসিউটিক্যালস।

এএম/এএস