শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস, পর্ব: ৪

অঘ্রানের অন্ধকারে

পর্ব: ৪

পরদিন রাতে শাবিনকে বেশ ফুরফুরে মনে হলো। ঘর আটকে সে মেঝেতে আয়োজন করে বসেছে। তার সামনে ছোটো ব্যাগ। সেই ব্যাগ থেকে তিনটা ছোটো বোতল বের করল। আমি একজন মানুষ যে এ ঘরে আছি তা যেন ভুলে গেছে।
শাবিনের পাশে গিয়ে বসলাম। সে একটা বোতল খুলল। মুখ হা করে সেই বোতল থেকে ঢক করে অর্ধেকটা তরলকিছু খেয়ে ফেলল। ওষুধের হালকা গন্ধ আসছে। জিগ্যেস করলাম, ‘এটা কী?’
শাবিন বলল, ‘ডাইল।’
‘ডাইল কী?’
‘ফেন্সি।’
‘ফেনসিডিল?’
‘হু।’
‘খেলে কী হয়?’
‘নেশা হয়।’
‘নেশা করার জন্য তুমি ফেনসিডিল কেন খাবে, শাবিন! তুমি হুইস্কি খাবে, ভদকা খাবে, নহয় ওয়াইন খাবে। কিছু না পেলে ইন্ডিয়া থেকে প্রচুর রাম আসছে, রাম খাবে। ফেনসিডিল কেন খাচ্ছ?’
‘হুইস্কি খাওয়ার পয়সা জোগাড় করতে পারি না। মা টাকা দেয় না। বাপের কোনো খবর নেই দিনের পর দিন।’
‘এসব খাবে না। আমি তোমাকে হুইস্কি খাওয়াব। আমার সাথে খাবে।’
‘ফেনসিডিলেই আমার এখন নেশা ভালো হয়।’
বলে বোতলের বাকি ফেনসিডিল গলায় ঢেলে দিলো।
জানতে চাইলাম, ‘গতকাল কী খাচ্ছিলে?’
‘শাকসবজি।’
‘শাকসবজি?’
‘ঘাস।’
‘ঘাস কী?’
‘গাঁজা।’
‘তুমি রোজ খাও?’
‘হ্যাঁ।’
‘কেন খাও?’
‘তুমি খাবে? খেয়ে দেখো। মনে হবে আকাশে উড়ছ। মেঘের সঙ্গে তোমার প্রেম। তার হাত ধরে তুমি উড়বে।’
শাবিন আরেকটা বোতলের মুখ খুলল। এক ঢোক ফেনসিডিল খেলাম। আমার কিছু হলো না।
শাবিন সেই বোতলটাও শেষ করে আরেকটা বোতল খুলেছে। সে বলল, ‘তুমি খুব ভালো। তোমার হাতটা ধরি?’
হাত বাড়িয়ে দিলাম। শাবিন আমার হাত ধরে আলগোছে টান দিলো। তিন বোতল ফেনসিডিল খেয়ে তার নেশা হয়েছে মনে হচ্ছে। খানিকটা ঝুঁকে ওর কোলে শুয়ে পড়লাম।
শাবিন বলল, ‘তোমার কাঁধের কাছে লাল হয়ে আছে। কিসের দাগ?’
‘গতরাতে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। চড় মেরেছিলে।’
‘গাঁজা খেলে কিছু মনে থাকে না। আমার কিছু মনে নেই। তুমি সেই কথা বাড়ির অন্যদের বলোনি তো?’
‘না, বলিনি।’
‘কেন বলোনি?’
‘এটা তোমার আর আমার পারসোনাল ব্যাপার। অন্যদের কেন জানাব?’
‘তুমি সত্যি খুব ভালো মেয়ে। তোমাকে ঠিক ওরকম আরেকটা সোনার চেইন বানিয়ে দেব।’
‘আমার চেইন কী করেছ?’
‘বেচে দিয়েছি। তবে সব টাকা এখনো নিইনি। ওর কাছে কিছু রেখে দিয়েছি।’
‘কার কাছে?’
‘যার কাছে বেচেছি। টাকা নিয়ে ডাইল কিনেছি আর পুরিয়ার অর্ডার দিয়েছি।’
‘পুরিয়া কী?’
‘হেরোইন। চকলেটের খোঁজে আছি। সবুজ ম্যানেজ করবে বলেছে।’
‘সবুজ কে?’
‘আমার বন্ধু। সবুজ, হাবিব, এনায়েত। ওদের আজ সবাইকে তিন বোতল করে ডাইল গিফট করেছি। আমার বিয়ে উপলক্ষে বাদশাহী খাওয়া। অনেকদিন আমাদের হাতে টাকা ছিল না। এখন আমার টাকা হয়েছে। সেই টাকায় আমরা চকলেট খেতে পারব। সব হয়েছে তোমার জন্য। তুমি লাকী।‘
‘কী চকলেট?‘
‘হিটলার চকলেট। বাবা। শালা আমার বাবা। এতদিন চাকা খেয়েছি। এবার বাবা খাব।’
‘চাকা কী?’
‘নেশার ট্যাবলেট।’
‘বাবা কী?’
‘ইয়াবা। খামাখা দাম বেশি। তুমি দারুণ লাকী। তুমি আমাদের জন্য বাবা আনার ব্যবস্থা করে দিয়েছ। তোমাকে আজ ভীষণ আদর করতে ইচ্ছে হচ্ছে।’
উঠে বিছানায় এলাম। শাবিন এলো। অবসন্ন হাতে আমার পরনের কাপড় খুলতে থাকল। শাবিনকে সাহায্য করলাম। সে কী করবে যেন বুঝতে পারছে না। এলোমেলোভাবে আমাকে আদর করতে গেল। আমার ওপরে উঠল। আমাকে তারওপরে তুলে নিলো। কিছুতেই যেন নিজেকে প্রস্তুত করতে পারল না।
খাট থেকে নেমে পড়েছে শাবিন। ফ্লোরে বসে খাটে মাথা দিয়ে আছে। আমার অসহ্য লাগছে। শরীর অস্থির হয়ে গেছে। চুপচাপ চিত হয়ে শুয়ে আছি।
শাবিন কাঁদছে। সে খাট চেপে ধরে ফোঁপাতে ফোঁপাতে বলল,‘ আই অ্যাম ফিনিশড। আমি শেষ হয়ে গেছি, তুরি। আমাকে ক্ষমা করে দাও। আমার সব শেষ হয়ে গেছে।’

বাথরুমে গেলাম। ঠান্ডা পানিতে শাওয়ার নিলাম। ঘরে ফিরে এসে দেখি শাবিন ঘুমিয়ে গেছে। সে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে।
সুনসান ঘর। বাতাসে ফেনসিডিলের হালকা গন্ধ। শাবিনের ভারী শ্বাসের শব্দ। আমার ঘুম এলো না। জেগে থাকলাম।

আমার মাথায় নতুন ভাবনা এসেছে। এরপর কী? শাবিনকে আটকে দিয়েছে তুরি। বাড়ি থেকে বেরুতে দেয়নি। কী করছে তখন শাবিন?
ল্যাপটপে নতুন ফাইল ওপেন করলাম। ফাইলের নাম দিলাম ‘তুরির নোটবুক’। ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে লিখতে শুরু করলাম।

অনেক বেলা করে চাঁদের ঘুম ভাঙল। সে এলোমেলো হয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর সময় তার পরনে কাপড় ছিল না। তুরি তাকে বিছানায় গুছিয়ে শুইয়ে দিয়েছে। গায়ের ওপর চাদর দিয়েছে। তুরি আজ সেজেছে। তাকে অপূর্ব দেখাচ্ছে।
ঘুম ভেঙে শাবিন খেয়াল করল পরনে কিছু নেই। তার গতরাতের কথা মনে পড়েছে। সে ফ্যালফ্যাল করে ঘরের চারপাশে তাকাচ্ছে। তুরি সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে শাবিনের ট্রাউজার আর টিশার্ট।
তুরি বলল, ‘দাঁত ব্রাশ করো। শেভ করবে। গোসল করে বেরুবে। এগুলো পরবে। পরিষ্কার কাপড়। ইস্তিরি করিয়ে এনেছি। তোমার কাপড়গুলো ময়লা হয়েছে। ওগুলো কাচতে হবে।’


শাবিনের পরনে থাকে জিনসের প্যান্ট। ওই এক জিনসের প্যান্ট যে শাবিন কতদিন পরে তার হিসেব বলতে পারবে না। তাতে ময়লা জমে। চিটচিটে হয়ে যায়। তাও পরে। ঘরে শার্ট, টিশার্ট যা পায় পরে নেই। সেসব শার্ট, টিশার্ট কোনোদিন কেচে কেউ পরিষ্কার করে বলে মনে হয় না।
শাবিন বাথরুমে গিয়ে দাঁত মাজছে। তার মনে হচ্ছে সে অনেকদিন পর দাঁত ব্রাশ করছে। রোজ সকালে উঠে দাঁত মাজার মতো ব্যাপারগুলোকে সে পাত্তা দেয় না। প্রতিদিন গোসল করতেই হবে এমন নিয়ম মানে না। সে আরও অনেককিছুকেই পাত্তা দেয় না। নিজের মতো থাকে।
আজ তার দিন ভালো। আজ সে সবকিছুকে পাত্তা দেবে। চুলে শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে ডলে গোসল করবে। হিটলার চকলেট আনবে। আর পাউডার। আহ্ হোয়াইট পাউডার। আজ তারা রাজাধিরাজ।
শাবিন মাথা দুলিয়ে মনে মনে বলল, ‘লাভ ইউ, তুরি। তোমার জন্য এত সব আয়োজন হচ্ছে। তোমার সোনার চেইন আমাদের বাবা এনে দিয়েছে।’
শাবিনের নাস্তা ঘরে নিয়ে এসেছে তুরি। গুছিয়ে নাস্তা খেয়েছে শাবিন। সে চিনি বেশি দিয়ে চা খেতে চেয়েছিল। তাকে চিনি বেশি দিয়ে চা দেওয়া হয়েছে।
শাবিন আয়েশ করে চা খাচ্ছে। তুরি বসে আছে তার সামনে। ‘শাবিন বলল, তোমাকে কিছু গিফট দিতে ইচ্ছে হচ্ছে। কী গিফট দেওয়া যায় বলো দেখি?’
‘আজকের দিনটা তুমি আমাকে দাও। আমার কাছে থাকো। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে।’
মাথা ঝাঁকাচ্ছে শাবিন। সে বলল, ‘আজ ফেরার সময় তোমার জন্য অনেকগুলো টিপ নিয়ে আসব। টিপ পরলে তোমাকে আরও সুন্দর দেখবে। কী রঙের টিপ আনব, লাল, সবুজ?’
চায়ের কাপ, নাস্তার এঁটো প্লেট নিয়ে তুরি চলে গেল। শাবিন উঠে পড়েছে। সে আয়নায় নিজেকে আরেকবার দেখল। পরিপাটি চুল আবার আঁচড়াল। হলুদ পোলো গেঞ্জিতে বেশ মানিয়েছে। আজকে সান্গ্লাস কিনবে। তার নিজের সানগ্লাস থাকা দরকার।
দরজা খুলতে গিয়ে শাবিন খেয়াল করল দরজা বাইরে থেকে বন্ধ। সে তুরিকে ডাকল। তুরি সাড়া দিলো না। শাবিন মাকে ডাকল। মা সাড়া দিলেন না। শাবিন চিৎকার করছে। কেউ আসছে না।
শাবিনের নেশা উঠে গেছে। সে হাত দিয়ে ঘনঘন নাক ঘষছে। নাক দিয়ে সর্দি ঝরছে। গা-হাত-পা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে হাতে পায়ে খিল ধরে আসছে। আড়ষ্ট হয়ে গেছে হাত-পা।
শাবিন জোরে জোরে সবাইকে ডাকতে থাকল। কেউ তার কথা শুনছে না। টেবিলের ওপর তুরির কাচের চুড়ি অগোছালো হয়ে আছে। শাবিন সেগুলো ছুড়ে ফেলল। ওয়ারড্রবের ওপর থেকে কাচের ফুলদানি নিয়ে মেঝেতে ছুড়ে মারল। ফুলদানি ভেঙে ঘরের চারপাশে কাচ ছড়িয়ে পড়েছে।
শাবিনের পেটে ব্যথা করছে। তার সমস্ত নাড়িভুঁড়ি ছিঁড়ে বের হয়ে আসতে চাইছে। সে পেট চেপে ধরে শরীর মুচড়াচ্ছে। তার হেঁচকি উঠতে শুরু করেছে। হেঁচকি এখন হিক্কা হয়ে গেছে। হিক্কা থামছে না। হিক্কা দিতে দিতে শাবিন ঘরের মেঝে ভাসিয়ে হড়হড় করে বমি করল। বমির টক গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে।
শাবিন দলা পাকিয়ে বমির ভেতর শুয়ে গড়াচ্ছে।
এ পর্যন্ত লিখে মনে হলো শাবিন আর তুরির প্রথম দেখা, তাদের মেলামেশা এগুলো লিখে আসা দরকার। তুরি লিখেছে শাবিন আর সে একসঙ্গে চাকরি করেছে। সেটা আনতে হবে কাহিনিতে।

আমার ভালো লাগছে। গল্পের লাইন পেয়ে গেছি। নতুন গল্প মানে অতি সুন্দর সময়।

(চলবে)

 

তৃতীয় পর্ব: অঘ্রানের অন্ধকারে

দ্বিতীয় পর্ব: অঘ্রানের অন্ধকারে

প্রথম পর্ব: অঘ্রানের অন্ধকারে

২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস শনাক্ত। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ২৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৯৪ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৬৪৩টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯৬৬ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৭১৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৫১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, হিট অ্যালার্ট জারি

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে তীব্র তাপদাহ। টানা চারদিন ধরে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। টানা তাপদাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণিকুল। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩ টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহে শুকিয়ে গেছে পুকুরের পানি। ছবি: ঢাকাপ্রকাশ

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে হিট ওয়েভ অ্যালার্ট জারি করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। মাইকিং করে বলা হয়, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে।

দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপে চরম গরম অনুভূত হচ্ছে। রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। রোদের তীব্র প্রখরতায় উত্তাপ ছড়াচ্ছে চারপাশ। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ইজিবাইক চালক ও ভ্যান-রিকশা চালকদের গরমে নাভিশ্বাস উঠেছে। হা-হুতাশ করতে দেখা গেছে তাদেরকে। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না তারা। তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা।

গরম থেকে বাঁচতে পানিতে নেমেছেন শিশু-কিশোররা। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘তীব্র তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে, আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। তিনি আরও বলেন, প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখনও পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমবে না।’

২০২৩ সালে ১৯ ও ২০ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ বছর ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে।

গাছের ছায়ায় বসে আরাম করছেন ক্লান্ত মানুষজন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মিয়া ঢাকাপ্রকাশকে বলেন, প্রচণ্ড গরমে মাঠে জমিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ছে। ভ্যাপসা গরমে বেশিক্ষণ মাঠে অবস্থান করা সম্ভব হচ্ছেনা। ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে সেচ দেওয়ার পরও মাটি শুকিয়ে যাচ্ছে।
কার্পাসডাঙ্গা গ্রামের বাসিন্দা সুজন আলী বলেন, সকালে কাজের জন্য অফিসে আসতে হয়। বাড়ি থেকে বের হওয়ার পর প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। সড়ক থেকে গরম উঠে শরীর পুড়ে যাচ্ছে। বাইরে বেশি সময় অবস্থান করা যাচ্ছে না।

উথলী গ্রামের শিক্ষক জাকির হোসেন বলেন, বারবার পানি পান করেও তৃষ্ণা মেটানো যাচ্ছে না। বৃষ্টি একান্ত প্রয়োজন। পরিবেশের ভারসাম্য বাজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা ওঠানামা করছে প্রতিদিন।

এদিকে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বাড়ার কারণে আবহাওয়া অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে চুয়াডাঙ্গাতে বৃহস্পতিবার ৭২ ঘণ্টার জন্য হিট ওয়েভ অ্যালার্ট (তীব্র তাপদাহের সতর্কতা) জারি করা হয়েছে। চুয়াডাঙ্গার চারটি উপজেলায় তথ্য অফিসের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে।

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের পর দলের নেতাকর্মীদের সক্রিয় বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৯ এপ্রিল) গণসংযোগ পক্ষের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এই গণসংযোগ চলবে আগামী ৩ মে পর্যন্ত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথের আন্দোলনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া-প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়-স্বজন কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না। আর সর্ব প্রথম দাওয়াত হবে নিজের নফসের প্রতি। আমাদের কথা ও কাজে যেন অমিল না থাকে। যেটা মানুষকে করতে বলব, সেটা যেন আমি নিজে আগে আমল করি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তির কথাবার্তা, লেনদেন, সামাজিক কাজকর্ম আল্লাহর দ্বীন বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাঁধা আসুক আমরা ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাব। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনলাইন মাধ্যম জুম, ইউটিউব ও ফেসবুক লাইভ-এ ঈদপুনর্মিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধনে এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মুহাম্মদ নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজানের প্রকৃত শিক্ষাকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। যারা রমজানে তাকওয়া অর্জনের প্রচেষ্টা চালিয়েছেন মূলত তাদের জন্যই ঈদের আনন্দ। আমীরে জামায়াতের ঘোষণা অনুযায়ী আজ থেকে ১৫ দিনব্যাপী গণসংযোগ পক্ষ চলবে।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত
বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, হিট অ্যালার্ট জারি
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
শহরে কৃষক লীগের প্রয়োজন আছে বলে মনে করি না: ওবায়দুল কাদের
রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ১০
পালিয়ে আসা ২৮৫ সেনা সদস্যকে ২২ এপ্রিল ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত
১০ হাজার টাকা চেয়ে না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা
প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুলকে শোকজ করল আওয়ামী লীগ
হামলার পর ইসরায়েলকে যে হুমকি দিল ইরান
আওয়ামী লীগ দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে: মির্জা ফখরুল
স্বচ্ছতার সাথে অনুদানের চলচ্চিত্র বাছাই করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
তীব্র গরমের মধ্যেই ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস
ফরিদপুরে মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত
রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন