মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। আগামীকাল অনুষ্ঠিত হবে দুই ম্যাচের সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে। এমনটিই জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত ২ মার্চ মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলি বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। এক্সরেতে কোনো ধরনের ফ্রাকচার ধরা পড়েনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজকে ব্যাটিং করলেন, থো-ডাউন করলেন। তিনি ভালো আছেন। সবমিলিয়ে কালকের ম্যাচের সিলেকশনের জন্য বিবেচনা করা হবে।’

শুক্রবার (৪ মার্চ) মুশফিক দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছিলেন। সেখানে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন অনুশীলনের সময় মুশফিকুর রহিম ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাকে এক্সরে করানো হয়। সেখানে কোনো রকম চিড় ধরা না পড়লেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন বিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে প্রথম ম্যাচে মুশফিককে নিয়ে কোনো রকমের ঝুঁকি নেওয়া হবে না বলে জানিয়ে তাকে একাদশের বাইরে রাখে। যে কারণে মুশফিকের সে দিন আর শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। এই শততম টি-টোয়েন্টি ম্যাচ তার বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজেই খেলার কথা ছিল। কিন্তু বিশ্রামের কথা বলে বাদ দেওয়াতে মুশফিকের অপেক্ষা বেড়ে যায়। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে খেলবেন শততম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে তার ম্যাচ খেলার সংখ্যা ১১৪টি।

এমপি/আরএ/

বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, আহত বিল্লাল হোসেন চোরাই মাল নামানোর কাজের শ্রমিক। ভারত থেকে অবৈধপথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠা-নামার শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে অবৈধপথে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা গুলি চালায়। তাদের ছোড়া ছররা গুলিতে আহত হন বিল্লাল। তার শরীরে ৩০টির মতো ছররা গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি বিজিবি।

বোরকা পরে বালিকা মাদরাসায় ফাহিম, ধরা পড়ে খেলেন গণপিটুনি

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সদর উপজেলার একটি বালিকা মাদরাসায় এক যুবক এতিমদের মাঝে অনুদানের কথা বলে বোরকা পরে প্রবেশ করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) করটিয়ার রওজাতুল কুরআন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে মাদরাসার কর্মীদের সন্দেহ হলে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়।

আটক ওই যুবকের নাম ফাহিম (১৯)। তিনি টাঙ্গাইল পৌরসভার ধুলেরচর এলাকার মো. ফরহাদ আলীর ছেলে।

এবিষয়ে মাদরাসার পরিচালক মাওলানা সিয়াম হোসেন জানান, হঠাৎ করে মাদরাসায় এতিম শিশুদের অনুদানের কথা বলে বোরকা পরে ওই ব্যক্তি প্রবেশ করে। তার কথাবার্তা শুনে অফিস স্টাফদের সন্দেহ হয়। পরে বিষয়টি মাদরাসার ইমামকে মোবাইলে জানালে তিনি কয়েকজন মহিলাকে নিয়ে আসেন। ওই মহিলারা তার বোরকার হিজাব খোলার পর দেখেন সে মহিলা নয়, পুরুষ। একপর্যায়ে খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে ধরে বেঁধে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের হেফাজতে তুলে দেয়া হয়।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক আরিফ রব্বানি বলেন, ঘটনার পরপরই ছেলেটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেটি যাচাই-বাছাই চলছে।

তাইওয়ানে কয়েক ঘন্টায় ৮০ বার ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

তাইওয়ানে কয়েক ঘন্টার ব্যবধানে ৮০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই কম্পন অনুভূত হয়। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। খবর রয়টার্স ও এনডিটিভির।

চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির পূর্বের হুয়ালিয়েন কাউন্টিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। পূর্ব উপকূল ছাড়াও কেঁপে ওঠে রাজধানী তাইপে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

গত ৩ এপ্রিলও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানে। সেসময় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের পর শতাধিক আফটার শক হয় অঞ্চলটিতে। সেসময় ক্ষতিগ্রস্ত একটি হোটেল ভবন সোমবারের ভূমিকম্পে হেলে পড়েছে। হুয়ালিয়েনের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আগে থেকেই ভবনটি পরিত্যক্ত ছিল।

সর্বশেষ সংবাদ

বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বোরকা পরে বালিকা মাদরাসায় ফাহিম, ধরা পড়ে খেলেন গণপিটুনি
তাইওয়ানে কয়েক ঘন্টায় ৮০ বার ভূমিকম্প অনুভূত
এবার ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা
ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ
ঢাকাসহ ৪ অঞ্চলে ধেয়ে আসছে ঝড়
যত বাড়ল ট্রেনের ভাড়া !
কাতারের আমিরের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব’ গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী
নওগাঁয় গলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস পেলেন বনি আমিন ও সবুজ মাহমুদ সহ ১৫ সাংবাদিক
রাজধানীতে হিট স্ট্রোকে রিকশা চালকের মৃত্যু
আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী
সমাবেশ স্থগিত করেছে বিএনপি
হিট স্ট্রোক হলে করণীয় কী?
ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম
বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের
রাতে ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে
আরও ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি
সবাইকে নিয়ে হিট মোকাবিলা করতে চান হিট অফিসার