শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব-১৬

স্নানের শব্দ

কালে গাড়ি থেকে নেমে লিফটের সামনে আসার আগেই মাঝবয়সী সিকিউরিটি গার্ড তার হাত কপালে ঠেকিয়ে লম্বা সালাম ঠুকে দেয়। জুনিয়ররা সমীহ করে সামনে থেকে সরে দাঁড়ায়, লিফটে ওঠার জন্য পথ ছেড়ে দেয়। মাথা উঁচু করে, শিরদাড়া সোজা রেখে দৃঢ় পায়ে নিজের অফিস কক্ষে ঢুকতে ঢুকতে মনে মনে সৃষ্টিকর্তার কাছে এসব কিছুর জন্য কৃতজ্ঞতা জানায় শবনম। রাজবাড়ি শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ মেয়ে থেকে বর্তমানে যে অবস্থানে সে উঠে এসেছে এটা সত্যি মাঝে মাঝে নিজের কাছেও অবিশ্বাস্য মনে হয়। ছোটবেলায় তার খেলার সাথীরা বেশিরভাই বিয়ে শাদি করে ইতোমধ্যে নানী দাদী হয়ে বসে আছে। দুয়েক জন বড়জোর প্রাইমারি স্কুলের শিক্ষক বা কলেজের অধ্যাপিকা হয়েছে। সেই তুলনায় তার সাফল্য তো আকাশ ছোঁয়া।

বান্ধবীদের কেউ কেউ মাঝে মাঝে একটু কৌতূহলী হয়ে জানতে চায়, ‘দোস্ত তোমার সাফল্যের ম্যাজিক কী?’

শবনম হাসে, আসলে সে জানে, সফল হওয়ার কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। পরিশ্রম, একাগ্রতা, দক্ষতা, যোগ্যতা তো লাগেই পাশাপাশি খানিকটা কৌশলী বা বুদ্ধিমতিও হতে হয় বৈকি। লাক ফেভার করার কথাও অনেকে বলেন। হ্যাঁ, ভাগ্যকে হয়তো একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু আবার সবই যে শুধুই ভাগ্যের জোরে হয়েছে-সেটাও বলতে চায় না শবনম।

কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে শবনমের আগের অফিসের এক পুরনো সহকর্মীর সঙ্গে দেখা হয়েছিল। ভদ্রমহিলা কিছুদিন আগে চাকরি ছেড়েছেন। খুব দুঃখ করে ঠোট উল্টে তিনি বলেছিলেন, ‘জানো, আজকাল কিছু মেয়ে এসেছে, অবশ্য আজকালই বা বলি কেন, সবসময়ই এরা ছিল। রুমানা কবিরের কথা মনে আছে না তোমার? যারা নিজেদের রূপ যৌবনকে পুঁজি করে উপরে উঠার ধান্দা করে, উঠেও যায়, ধপ করে গিয়ে বসের কোলে বসে পড়ে। বসের সঙ্গে ইনিয়ে বিনিয়ে সম্পর্ক পাতায়, বিদেশ ট্যুরে যায়, উপরে উঠবার জন্য হেন কাজ নাই যা তারা করতে পারে না। ফলে আমরা যারা এসব করি না, তারা পিছিয়ে পড়ি, কিংবা বসরা ভাবে সব নারীরাই বুঝি একই রকম।’

রুমানা কবিরের কথা মনে আছে শবনমের। খুবই উচ্চভিলাষী ক্যারিয়ারিস্ট একটা মেয়ে ছিল সে, চটপটে, হাসিখুশি, সুন্দরী। তবে কাজের চাইতে পুরুষদের মাথা ঘুরিয়ে দেওয়াতেই তার ছিল প্রবল আনন্দ, যখন যে পুরুষ কলিগের সঙ্গে কথা বলতো, বিশেষ করে উচ্চপদস্থদের সঙ্গে, তখন এমন ভাব দেখাতো যেন নির্ঘাত তার প্রেমে পড়ে গেছে। চোখে মুখে শরিরী ভাষায় এক আকুল ব্যাকুল প্রেমিকারূপ ফুটিয়ে তুলে দিব্যি নিজের স্বার্থ হাসিল করতে পারদর্শী ছিল রুমানা।

‘আমার কী দোষ বল। একটু হাসি ঠাট্টা করলেই যদি পুরুষ মানুষ প্রেম ভেবে নেয়, কলস উপুড় করে সব ঢেলে দিতে চায়, তো আমি কী করব? আমি করি ফ্রেন্ডলি আচরণ, তারা ধরে নেয় প্রেমলি আচরণ! হি হি হি!

সেই রুমানা এখন এসব কিছু বাদ দিয়ে স্বামীর সঙ্গে থাকে আমেরিকা। সন্তান লালন পালন আর সংসার যাপন করেই দিন কাটে তার।

শবনমের চরিত্রের মধ্যে কেন যেন কখনোই এমন ছলাকলা দেখানো ফ্রেন্ডলি ভাব আসে না। বরং সে একটু বেশি মাত্রায় গোছানো, স্থির এবং গম্ভীর। ফলে অফিসের কেউ কেউ তাকে রাগী বা অহংকারী ও ভাবতে পছন্দ করে। প্রাক্তন সহকর্মীকে সান্ত্বনা দিতে গিয়ে শবনম বলেছিল, ‘দেখেন যারা এমন করে তারা আবার হঠাৎ করে প্রফেশন থেকে হারিয়েও যায়, শেষ পর্যন্ত কাজের লোকরাই টিকে থাকে।’
‘নারে ভাই, আমি কি টিকতে পারলাম? বাধ্য হলাম চাকরি ছাড়তে, অপমান, অবজ্ঞা, তাচ্ছিল্য আর কত সহ্য করা যায়? সবাই তেল পছন্দ করে। তোষামুদি না করলে কোনো উন্নতি হয় না। আর নারী হলে তো কথাই নেই, তাকে হেসে কথা বলতে হবে, দুয়েকবার ওড়নার ঝাপটা দিতে হবে, নইলে ইচ্ছা করে বুক থেকে শাড়ির আঁচল ফেলে দিতে হবে। ’

ভদ্রমহিলা কিছুতেই তার নেতিবাচক চিন্তার বলয় থেকে বেরিয়ে আসতে রাজি হন না বরং কে কী অপকর্ম করে পদ-পদবি বাগিয়ে নিচ্ছে সেই লিস্ট আরও লম্বা করতে থাকেন। ফলে তার সঙ্গে আর বৃথা তর্কে জড়াতে চায়নি শবনম। থাক বাবা যে যার বিশ্বাস নিয়ে যেভাবে ইচ্ছা সুখে বা অসুখে থাকুক।

শবনম নিজের ঘরে বসে চুপচাপ কফির কাপে চুমুক দেয়। আগামী সপ্তাহে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। তার মানে যা করার তা এই সপ্তাহের মধ্যেই করতে হবে। মনিরুজ্জামানরা কতখানি কী করতে পেরেছে কে জানে? নিজেদের পরিচয় গোপন রেখে ওসমান গণির দুর্নীতির প্রমাণ বিশ্বাসযোগ্যভাবে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া খুব সহজ কাজ নয়। এদিকে মিটিংএর তারিখ ঘোষণার পর থেকে ওসমান গণির ভাবসাব চালচলন প্রায় সবই বদলে গেছে। যেন সে কোম্পানীর অঘোষিত সিইও হয়েই গেছে। শুধু সময়ের অপেক্ষা। অফিসে গুঞ্জন আছে ওসমান গণি বোর্ড মেম্বারদের বাড়ি বাড়ি গিয়ে তোয়াজ তোষামোদী করে পদোন্নতির প্রতিশ্রুতি আদায় করে ফেলেছে। ফলে তার চলা ফেরায়, আচার ব্যবহারে স্পষ্টতই কাউকে তোয়াক্কা না করার একটা দুর্বিনীত উদ্ধত ভঙ্গি ফুটে উঠেছে। আমিই প্রধান, আমাকে সবাই মান্যিগণ্যি করে চলো- এমন একটা হাব ভাব ধরে যেন মাটির চার আঙ্গুল উপরে চলা ফেরা করছে ওসমান গণি।
‘তোমরা কী করতেছো মনিরুজ্জামান? হাতে তো বেশি সময় নেই। যা শুরু করেছে, ওসমান গনিকে আর তো সহ্য করা যাচ্ছে না।
শবনম নিজের রাগ, ক্ষোভ আর কৌতূহল চেপে রাখতে না পেরে শেষ পর্যন্ত নিজেই মনিরুজ্জামানকে ফোন করে।
‘চিন্তা করবেন না ম্যাডাম। জায়গা মতো উড়ো চিঠি চলে গেছে।’
‘ওহ উড়ো চিঠি? আর কিছু পারলে না? এগুলির কোনো দাম আছে? কেউ পাত্তা দেয়? নাহ কিচ্ছু হবে না, তোমাদের দিয়ে!’ শবনমের কণ্ঠে রাগ আর হতাশা।

‘না, ম্যাডাম, কাজ হবে। আমাদের এক সাংবাদিক বন্ধুকেও তথ্যগুলো দিয়েছি। ও একটা রিপোর্ট করবে। আর বোর্ড মেম্বারদের কাছেও সব চিঠি পৌঁছে গেছে।’
‘শোনো, এভাবে না। হাতে হাতে কাগজগুলো দিতে হবে, বুঝলা! আমাদের সবচে প্রভাবশালী বোর্ড মেম্বার ওই যে বয়স্ক ভদ্রলোক ফাইজুল ইসলাম চৌধুরী সাহেব আছেন না, উনি প্রতি সন্ধ্যায় ঢাকা ক্লাবে যান। কাউকে ওইখানে পাঠাও। যাতে উনার নাম করে ডকুমেন্টসসহ খামটা রিসিপশানে রেখে আসে। বুদ্ধি খাটাও, মনিরুজ্জামান, যাতে একশন হয়।’
‘জি ম্যাডাম। ’
‘এসব ডকুমেন্টসের কপি যেন চেয়ারম্যান সাহেবের বাসাতেও যায়। আর শোনো, বোর্ড মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমার রুমে একদম আসবা না। তোমাদের সঙ্গে আমার কোনো যোগসাজশ নেই, বুঝতে পেরেছ?’
‘জি¦ ম্যাডাম। আপনাকে ভালবাসি। মন থেকে চাই আপনিই সিইও হোন।’
‘আচ্ছা, দেখা যাক ! যেমন বলছি তেমন করো আগে।’
ফোন রেখে একটু স্থির হয়ে বসে শবনম। তার মাথায় মেঘের মতো অনেক রকম ভাবনা এসে ভিড় করে।
চাকরি জীবনের শুরু থেকেই জেনে এসেছে, সিইও, কোম্পানির সবচে দৃশ্যমান শক্তিশালী আর আকর্ষণীয় পদ। প্রতিষ্ঠানের প্রায় সবারই ক্যারিয়ার গোল থাকে ওই পদটি অর্জন করার। আবার সিইও পদটি সবচে হট সিটও বটে। কারণ, বেশির ভাগ অফিসেই দেখা গেছে সিইওরা ব্যর্থ হয়ে বিদায় নেন, আর ফিরতে পারেন না। ছিটকে পড়েন শূন্যতায়। এটি একটি নিঃসঙ্গ দুর্বহ পথ যাত্রা। এখানে কেউ আপনার বন্ধু নয় কিন্তু বন্ধুর মুখোশধারী। এখানে একটু এদিক সেদিক হলেই আপনার ভুলগুলি দেখা হবে আতশ কাঁচের নিচে ফেলে, অনেক বড় করে। পরতে হবে স্টেকহোল্ডার আর সুবিধাবাদীদের টানা পোড়নের মধ্যে। অথচ এই ক্যারিসমেটিক, কমান্ডিং পদটি দখল করতে কত যুদ্ধ, কত আকাঙ্ক্ষা, কত তৎপরতা।

নিজের যোগ্যতা ও সক্ষমতার উপর আস্থা আছে শবনমের। কাজ তুলে আনা, প্ল্যানিং করা, সেটাকে বাস্তবায়িত করার দক্ষতাও আছে তার। বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গেও সাধারণভাবে তার সম্পর্ক খারাপ নয়। সহজ, সুন্দর, আন্তরিক। কিন্তু দুইজন বোর্ড মেম্বার আছেন, যারা প্রচন্ড নারীবিদ্বেষী। তারা ভাবতেই পারেন না, যে নারীকে কোনো কোম্পানির দায়িত্ব দেওয়া যায় কিংবা নারীর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। তবে আশার কথা বোর্ডে তারা মাইনর পজিশনে আছেন, যদিও তারাই আবার সব মিটিং এ মেজর ধরনের লাফালাফি করতে থাকেন। এখন বোর্ডেও হেভিওয়েটদের বিচার বুদ্ধির উপরই ভরসা রাখতে হচ্ছে শবনমকে। কিন্তু সমাজটাই যেখানে পুরুষতান্ত্রিক সেখানে তাদের কাছে খুব বেশি কিছু আশা করাও তো দুরাশা।

এই যে এখন প্রতিপক্ষকে ঘায়েল করতে অধস্তনদের সঙ্গে মিলে শবনমকে ফন্দি আঁটতে হচ্ছে, সত্যি বলতে কী সেটা তার এতদিনের চর্চা, অভ্যাস, স্বভাব ও রুচির সঙ্গে মেলে না। এসব অপ্রিয় কূটকৌশলে জড়াবার ইচ্ছাও তার কোনোদিন ছিল না। কিন্তু আবার বিনা প্রশ্নে, বিনা চ্যালেঞ্জে প্রাপ্য পদ ছেড়ে দেয়াটাও মানতে পারছে না সে। শবনম অভিজ্ঞ, ঠাণ্ডা মাথার মানুষ বলেও সুনাম আছে তার। সে পরিশ্রমী, কর্মীদের সঙ্গেও তার সম্পর্ক ভাল। তারপরও যদি চোখের সামনে দুর্নীতিপরায়ণ, অসৎ, তেলবাজ একটা লোক শুধু ‘পুরুষ’ হওয়ার কারণে কোম্পানির সিইও হয়ে তার উপরে মাতব্বরি ফলায় তাহলে সেটা মেনে নেওয়া কঠিন বৈকি।
‘অতএব তুমি যা করছ তা ঠিকই আছে। যুধিষ্ঠিরের মতো নিখাদ সত্যবাদীও যুদ্ধে জেতার জন্য কপটতার আশ্রয় নিয়েছিল। তুমি কোন ছাড়? তুমি ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু ভালো হতে হতে ভালো থাকার নেশায় পড়লে চলবে না। এখানে যা করছো তা হচ্ছে কায়দা করে সত্যটা প্রকাশ করা। হ্যাঁ, এর সঙ্গে প্রাপ্তি যোগ আছে, কিন্তু তুমি সিইও হলে প্রতিষ্ঠানকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে সেই আত্মবিশ্বাস তো তোমার আছে।’ শবনম নিজেকে প্রবোধ দেয়। ভাবে পরিস্থিতিই তাকে বাধ্য করেছে এই পথ অবলম্বন করতে। সুতরাং আত্মগ্লানিতে ভোগার কিছু নেই। নিজেকে প্রমাণ করার যে সুযোগ সামনে হাতছানি দিচ্ছে, কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করা যাবে না।

চলবে...

আগের পর্বগুলো পড়ুন>>>

স্নানের শব্দ: পর্ব-১৫

স্নানের শব্দ: পর্ব-১৪

স্নানের শব্দ: পর্ব-১৩

স্নানের শব্দ: পর্ব-১২

স্নানের শব্দ: পর্ব-১১

স্নানের শব্দ: পর্ব-১০

স্নানের শব্দ: পর্ব-৯

স্নানের শব্দ: পর্ব-৮

 

 

চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সেমিনার

চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সেমিনার। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক’র আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর ও কিশোরীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস। এরপর শুরু হয় চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের সুপথে ফেরার গল্প ও কীভাবে সুস্থ সবল জীবন গড়া যায় তা নিয়ে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে সেমিনারে। এরপর কিশোর অপরাধ বন্ধ দমন করা নিয়ে আইনসমূহ আলোচনা সভায় উঠে আসে। মাদক মুক্ত কিশোর-কিশোরী গড়তে হবে। সমাজে কোনো রকম কিশোর গ্যাং তৈরি করা যাবে না। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্য কিশোর কিশোরীদের ভূমিকা থাকবে।  মাদক মুক্ত সমাজ গড়লে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা আরও সহজ হবে বলে সেমিনারে আলোচনা করা হয়। কিশোর কিশোরীদের স্বাস্থ্যের ঝুঁকি যাতে কোন ভাবে না হয়। সেজন্য সকল কিশোর কিশোরীদের সচেতনতার তাগিদ দেয়া হয় সেমিনারে।

কিশোর-কিশোরীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। ছবি: ঢাকাপ্রকাশ

সেমিনারের প্রধান অতিথি খুলনা রেঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা রওশন জাহান নূপুর বলেন, ‘আজকের কিশোর কিশোরীরা সামনের দিনের ভবিষ্যৎ। তাই কিশোর কিশোরীদের মাদক মুক্ত সমাজ গড়তে হবে। আজকের এই সেমিনারের মাধ্যমে কিশোর-কিশোরীরা তারা তাদের নতুন ভাবে নিজেকে জাগ্রত করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কিশোর কিশোরীদের অবদান রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে কাজ করবে সমাজের সকল কিশোর-কিশোরীরা। কিশোর-কিশোরীরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য এই সেমিনারের আয়োজন। সেমিনারের মাধ্যমে কিশোর-কিশোরীরা নতুনভাবে জাগরণ গড়ে তুলবে বলে মনে করি।’

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক ড. মো: মফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা জজ কোর্টের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাইফুদ্দীন হোসাইন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, চুয়াডাঙ্গা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই বুনাল স্পেশাল পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস,  চুয়াডাঙ্গা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর, চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা ছানোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসানুজ্জামান,  চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা সাধারণ স¤পাদক শাহ আলম সনি, দৈনিক আকাশ খবরের স¤পাদক জান্নাতুল আওলিয়া নিশি  প্রমুখ।

সেমিনারের শেষ পর্বে অংশ গ্রহণকারী সকল কিশোর কিশোরীদের মাঝে বিভিন্ন লেখকদের বই তুলে দেয়া হয়।

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার এই দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, গত শনিবার ইরান ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার দিয়েছিল ইসরায়েল প্রশাসন। আর এরই মধ্যে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল।

এ ঘটনায় অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। তবে সেই আহ্বান কর্ণপাত না করেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েলি বাহিনী। যদিও এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসির খবরে বলা হয়, মধ্য ইরানের ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর দক্ষিণ সিরিয়ার আস-সুওয়াদা এলাকা এবং ইরাকের বাগদাদ ও বাবিল এলাকায় শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।

এর আগে, ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ডিপজলকে শোকজ

ডিপজল। ছবি: সংগৃহীত

রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে এফডিসিতে উৎসবের আমেজ বইছে। এরইমধ্যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সাদিয়া মির্জা নামে এক অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদেরকে ভিডিও প্রমাণসহ এমন অভিযোগ করেন সাদিয়া মির্জা নামক এক প্রার্থী। বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে ৬ ঘণ্টার মধ্যে একটি কারণ দর্শানোর চিঠি দিয়েছি। এদিকে সঠিক কারণ দর্শাতে না পারলে ডিপজলের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলে জানান বর্তমান নির্বাচন কমিশনার খসরু।

এছাড়াও যদি অভিযোগ প্রমাণিত হয় ডিপজলের প্রার্থিতা বাতিল হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সাধারণ সম্পাদক পদে থাকা নিপুণ আক্তারের।

এ নিয়ে মিশা-ডিপজল প্যানেলের চিত্রনায়ক আলেকজান্ডার বোকে প্রশ্ন করলে তিনি জানান, আমরা এমনটি আভাস পেয়েছি নির্বাচনের আগেই একটি পক্ষ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে। তবে আমরা চাইবো সুষ্ঠ নির্বাচন হোক। এমন অভিযোগ আমরা অন্য প্যানেল থেকেও অনেক পেয়েছি কিন্তু তাতে আমরা গুরুত্ব দেইনি।

তিনি আরও বলেন, ডিপজল ভাই মহৎ মানুষ এমনিতেই দানবীর, সবাইকে টাকা-পয়সা দান করে থাকেন। এটা নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিষয়টি সুখকর হবে না।

তবে এ বিষয় নিয়ে কলি-নিপুণ প্যানেলের কেউ মুখ খোলেননি। কথা বলতে চাননি মিশা-ডিপজল পরিষদের অন্য সদস্যরাও।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন উপলেক্ষ নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সেমিনার
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ডিপজলকে শোকজ
টাঙ্গাইলে সেরা ওসি হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
দেশে প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছেন ১৬ জনের বেশি
টানা তিনদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট অ্যালার্ট জারি
তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি ঘোষণা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের 'প্রিমিয়াম টিম': সেনাপ্রধান
আগামীকাল ঢাকা মাতাবেন আতিফ আসলাম
এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা
নওগাঁয় শান্ত বাহিনীর শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি: রিজভী
বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
বোতলজাত সয়াবিনের দাম বাড়ল, কমল খোলা তেলের
মুস্তাফিজের বদলে ইংল্যান্ড পেসারকে দলে নিল চেন্নাই!
যে কারণে দুবাইয়ে এমন ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা
গায়েব হয়ে গেল জোভান-মাহির ফেসবুক ফ্যানপেজ!
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট: চীন
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০