নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যা বলেছেন: সিইসি

নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
সিইসি বলেন, ‘তিনি (মাহবুব তালুকদার) তো এরকম এক একটা শব্দ চয়ন করেন, আর সেটা মিডিয়ায় প্রচার হয়, তিনি মিথ্যা বলেছেন। হয়তো তার কোন এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনাকে হেয় করতে মিথ্যা বলেছেন তিনি।’
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ইউপি নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন সিইসি।
প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত 'ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন' শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা প্রত্যেকটি হতাহতের জন্য মর্মাহত। এটা আমরা চাইনা। আমরা বার বার অনুরোধ করি নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।নির্বাচনে রক্তপাত এটা আমাদের কাম্য না।’
দিনের ভোট রাতে করে বলে ইসি প্রশ্নবিদ্ধ: মাহবুব তালুকদার
হতাহতের দায় কার এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এর দায়িত্ব আমরা নিতে পারি না। নির্বাচনকালে সহিংসতা হয় নিজেদের ক্রোন্দলের কারণে। নির্বাচন ব্যবস্থাপনার কারণে তো সহিংসতা হয় না সুতরাং নির্বাচন কমিশন মোটেই দায়ী না। এটা প্রার্থী এবং তাদের সমর্থনকারীরা দায়ী।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন ভোটযুদ্ধে, যুদ্ধ আছে ভোটার নেই এমন মন্তব্য করেছেন আপনি কি মনে করেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তিনি তো এরকম এক একটা শব্দ চয়ন করেন, আর সেটা মিডিয়ায় প্রচার হয়। তিনি মিথ্যা বলেছেন। অপ্রাসঙ্গিক কথা, অপপ্রচার, নির্বাচন কমিশনকে অপবাদ দেওযার কথা তিনি বলেছেন।
কেএম নুরুল হুদা বলেন, ভোট হচ্ছে, ভোটের নেই, ৭৫% ভোট কাস্টিং এগুলো কোথা থেকে আসে? তার কথার সামঞ্জস্যতা নেই, হয়তো তার কোন এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য একথাগুলো বলেন। এটা মিথ্যা কথা, মিথ্যাচার অপ্রাসঙ্গিক, অপবাদ।
এসএম/এএমএমএ/
