মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ৩০ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‌পরিস্থিতির কারণে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম, সেই ফাতিমার স্বীকারোক্তি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তার বোন হিসেবে পরিচয় দেওয়া ফাতিমা তাসনিম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন’— সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে বলা হয়, নাহিদের জন্যই এ চাকরি পান তিনি।

এর আগে গত জুলাইয়ে ফাতিমা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিজেকে নাহিদের বোন পরিচয় দেন। এ বিষয়ে ফাতিমা জানান, নাহিদ ইসলাম তার ভাই নন, পরিস্থিতির কারণে তখন নিজেকে তার বোন হিসেবে গণমাধ্যমে পরিচয় দিয়েছিলেন।

তিনি বলেন, আমি যখন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলাম তখন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তখন আমাদের মধ্যে ভাই-বোনের একটা সম্পর্ক হয়। সে আমাকে বোন হিসেবে শ্রদ্ধা করে, আমি তাকে ভাই হিসেবে শ্রদ্ধা করি।

ফাতিমা আরও বলেন, ২১ জুলাই গুম থেকে নাহিদ ফিরে আসার পর তার সঠিক সময় চিকিৎসা শুরু না হলে তার প্রাণের শঙ্কা ছিল। তখন আমি গণস্বাস্থ্য হাসপাতালে ছিলাম (যেখান থেকে নাহিদকে তুলে নেয় ডিবি পুলিশ)। দেশের ওই সময়কার পরিস্থিতিতে হাসপাতাল রোগীর ব্যাকগ্রাউন্ড ছাড়া ভর্তি নিচ্ছিল না। কিন্তু আমি যেহেতু প্রয়াত ডা. জাফরুল্লাহ স্যারের (গণস্বাস্থ্য হাসপাতালে ট্রাস্টি ছিলেন) সাথে দীর্ঘদিন কাজ করেছি, সেই হিসেবে হাসপাতালে চিকিৎসক থেকে নার্সরা আমাকে চিনতেন। তাই আমি নাহিদের লিগ্যাল গার্ডিয়ান বোন পরিচয় দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। তখন সঙ্গে তার স্ত্রী থাকলেও তিনি কিছুটা অসুস্থ ও আতঙ্কে ছিলেন। তাছাড়া আমি তার বোন পরিচয় না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে চাচ্ছিল না।

হাইকমিশনে চাকরি পাওয়ার খবর সত্য নয় দাবি করে ফাতিমা তাসনিম বলেন, ‘আমি পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তাই রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে হেনস্তা করার জন্য এটা করে থাকতে বলে আমি মনে করি।’

অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, ফাতিমা তাসনিমের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই, তবে ‌‘বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমাদের অনেক হেল্প করেছিলেন।

উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সহকারী মুনতাসির মাহমুদও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফাতিমা তাসনিম নামে স্যারের (নাহিদ ইসলামের) কোনো বোন নেই। শুধু তাই নয়, স্যারের কোনো বোন নেই। তবে তার একটি ভাই আছে।’ সূত্র: ভয়েস অব আমেরিকা

Header Ad

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার জন্য পাকিস্তানের উপরেই নির্ভর করছিল ভারতের ভাগ্য। কিন্তু নিউজিল্যান্ডের কাছে লো-স্কোরিং এক ম্যাচে হেরে গেল পাকিস্তান। বিশ্বকাপ থেকে ছিটকে গেল হরমানপ্রীত কৌরের ভারত।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৯ রানে হারে ভারত।

আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫১ রান তোলে অসিরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থামে ভারত। আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন গ্রেস হ্যারিস। ৪২ রানের দুটি ইনিংস খেলেন অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ও এলিস পেরি। তাতে অসিরা পায় লড়াইয়ের পুঁজি। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও দীপ্তি শর্মা।

জবাব দিতে নেমে অসি বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৫৪ রানের ইনিংস ছাড়ার বলার মতো বড় সংগ্রহ করতে পারেনি কেউ। শেষ ছয় ব্যাটারের তিনজন আউট হন শূন্য রানে, বাকি তিনজন মিলে করেন ১১। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পান অ্যানাবেল সাদারল্যান্ড ও সোফি মলিনাক্স।

'এ' গ্রুপে চার ম্যাচের সবকটি খেলে ভারতের জয় দুটিতে, পয়েন্ট চার। অন্যদিকে, শীর্ষে থাকা অস্ট্রেলিয়া জিতেছে সব ম্যাচ, পয়েন্ট পূর্ণ আট। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিউজিল্যান্ডের। এই গ্রুপ থেকে ভারতকে বিদায় করে তাই সেমি ফাইনালে উঠেছে অসি ও কিউই নারীরা।

Header Ad

বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালি বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সোহানুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের শাহ আলম মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাতের গুরুত্ব তুলে ধরেন। হাত কে পরিস্কার রাখতে হলে নিয়ম মেনে হাত ধোয়ার বিকল্প নেই বলে জানান তারা।

এর আগে কিভাবে হাত ধোয়ার বিভিন্ন কলা কৌশল সকলের কাছে উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান মাসুম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস সদস্য, স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Header Ad

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান সাংবাদিকদের বলেন, 'মোহাম্মদপুর থানায় হওয়া একটি মামলায় আলমাস কবীরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।'

২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের সিইও ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একজন সহযোগী অধ্যাপক ছিলেন। এ ছাড়াও, তিনি আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

আলমাস কবির জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নর্দার্ন ইউনিভার্সিটিরও অতিথি শিক্ষক ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেপ্তার
মিস গ্রান্ড প্রতিযোগিতায় মুকুট জয়ে ভোট চাইলেন জেসিয়া
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে গণহত্যার বিচার
হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ ফিল সিমন্স
সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: করপোরেট ব্যবসায়ীদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের হুঁশিয়ারি
৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পুত্র সন্তানের বাবা হলেন পেসার শরিফুল
ডিমের নতুন দাম নির্ধারণ করলো সরকার, বুধবার থেকে কার্যকর
দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফেরত আনা হবে: আইন উপদেষ্টা
এইচএসসিতে শিক্ষাবোর্ড সেরা রাজশাহী জেলা, দ্বিতীয় বগুড়া
চলতি বছরেই আমার দেশ পত্রিকা চালু করা হবে: মাহমুদুর রহমান
১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী
যে কারণে নায়িকা হতে চান না মাহি
এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেনি কেউ
জুলাই-আগস্ট বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের
আজ বিশ্ব হাত ধোয়া দিবস
এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান