চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর বৃহস্পতিবার ময়মনসিং’র গফরগাঁওয়ে অবস্থিত মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে উদম গায়ে অচেতন হয়ে পড়ে আছেন।
মামুন নামে স্থানীয় এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোষ্ট করার পরে বিষয়টি সামাজিক যোগােযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি নিশ্চিত হতে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, ঘটনা সত্য—অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।
এক ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী সংঘের বর্তমান সাধারন সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু জানান, ‘‘সমু দাকে আমরা পাশ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরীক কন্ডিশনের উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্বাবধানে হচ্ছে।’
কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই - এ নিয়ে কেউ কিছুই জানাননি।
সমু চৌধুরীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম। তিনি বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।