বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

২৫টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ প্রকাশ্যে আন্দোলনে নেমেছে এক ঘণ্টার ‘কলমবিরতি’ আয়োজনের মাধ্যমে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচির পর, আগামী বৃহস্পতিবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৫ ডিসেম্বর), প্রশাসনের সব পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষণের দাবিতে জনপ্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা যৌথ সভার আহ্বান করেছেন। এর আগে, গত রোববার সচিবালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বড় একটি জমায়েত হয়।

আন্দোলনকারী পরিষদের দাবি, উপসচিব পদে কোটাপদ্ধতি বাতিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পদে নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, এবং সব ক্যাডার কর্মকর্তার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে।

পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। এ তালিকায় ডাক, প্রাণিসম্পদ, মৎস্য, পরিসংখ্যান, রেলওয়ে, কৃষি, সমবায়সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন। তারা নিজ নিজ কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে আন্দোলনে শামিল হন।

তিনি আরও জানান, তাদের দাবি আদায় না হলে আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর পদোন্নতি, পদায়নসহ বিভিন্ন দাবিতে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ গঠিত হয়। এরপর থেকে তারা তাদের দাবিগুলো নিয়ে নিয়মিত সোচ্চার রয়েছেন।

যে কারণে আন্তক্যাডারে দ্বন্দ্ব:

জানা গেছে, জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার কাঠামোর বাইরে রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো পৃথক করার সুপারিশও করা হতে পারে।

এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর থেকে আন্তক্যাডার দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, সুপারিশ বাস্তবায়িত হলে তাদের পদোন্নতির সুযোগ সীমিত হয়ে যাবে। ফলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, কিছু জিম্মির মুক্তির বিনিময়ে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে।

মঙ্গলবার (১৩ মে) রাতে আহত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তবু আমরা যুদ্ধ বন্ধ করব না।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, জোটসঙ্গীদের আশ্বস্ত করে নেতানিয়াহু আরও বলেছেন, “হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে যেতে পারে—তাও নির্দিষ্ট শর্তে, যেমন বন্দি বিনিময়।”

তিনি আরও জানান, “আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে হামাসকে পরাজিত করতে অভিযান শুরু করব। আমাদের সেনারা ইতোমধ্যে গাজায় মোতায়েন রয়েছে।”

এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে একটি আলোচক দল কাতারে পাঠানো হয়েছে। দলটি মার্কিন সহযোগিতায় দোহায় অবস্থান করবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহল ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু তার আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন।

Header Ad
Header Ad

সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের

এনসিপি নেতা হাসনাত। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ লেখেন, “আমাদের ভাই সাম্যর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পর যেন অন্তত আইনশৃঙ্খলা বাহিনী মাদক, চাঁদাবাজি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সোহরাওয়ার্দী উদ্যানকে কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ অনুভব করে।”

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।

সাম্য হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং আরও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রমনা বিভাগ পুলিশ।

Header Ad
Header Ad

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সবাইকে দেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “জাতীয় নির্বাচন অনুষ্ঠান একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, এতে বাহ্যিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আমরা প্রত্যাশা করি, সবপক্ষ আমাদের জনগণের সার্বভৌম মতামত ও ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করবে।”

ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনও জাতির হৃদয়ে জ্বলন্ত বাস্তবতা।”

তিনি আরও বলেন, “আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়েছে, রাজনৈতিক পরিসরকে সংকুচিত করেছে এবং দুর্নীতির মাধ্যমে দেশকে একটি লুটপাটের রাজ্যে পরিণত করেছে। এই স্বৈরাচারী শাসনের ফলে দেশের সার্বভৌমত্ব আপসের মুখে পড়েছে।”

জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের জন্য একটি সমন্বিত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে সরকার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে যা জানালেন অর্থ উপদেষ্টা
বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে আশ্রয় নিলেন মমতাজ
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার