ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দলটি কখনোই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি। তবে তিনি নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলে, রাষ্ট্র এবং জাতি অবশ্যই তার বিকল্প খুঁজে নেবে।
শুক্রবার (২৩ মে) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “ড. ইউনূস যদি নিজ সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তবে বিএনপি তার পদত্যাগ চায় না। আমরা চাই, তিনি সম্মানজনকভাবে দায়িত্ব পালন করুন এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতিকে দিকনির্দেশনা দিন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের রোডম্যাপ না দিয়ে ‘সংস্কার’ নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। অথচ সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে পরিচালনা করা সম্ভব। দেড়-দুই মাসে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব। কিন্তু নির্বাচন আয়োজনে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।”
বিএনপি নেতা জানান, তারা ১৯ মে সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাননি। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি এবং উচ্চাভিলাষী কিছু উপদেষ্টা বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখে চলেছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ রাষ্ট্র কোনো ব্যক্তিনির্ভর নয়। পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। যদি ড. ইউনূস দায়িত্ব পালনে অপারগ হন, তবে জাতি বিকল্প পথ বেছে নেবে।”
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা চাই, ড. ইউনূস থেকে যান, কারণ তার প্রতি এখনো আমাদের সম্মান ও আস্থা আছে। তবে সেই আস্থার প্রতিফলন ঘটাতে হলে তাকে অবশ্যই জাতিকে নির্বাচনের দিকনির্দেশনা দিতে হবে। সেটিই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়।”
