জাতীয়

লন্ডনে আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৮:৪৮ এএম

লন্ডনে আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।। ছবি: সংগৃহীত

ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ আজ বৃহস্পতিবার গ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই পুরস্কার তার হাতে তুলে দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার দিনের সরকারি সফরে বর্তমানে ড. ইউনূস লন্ডনে অবস্থান করছেন এবং সফরের অংশ হিসেবেই আজ এই সম্মাননা গ্রহণ করবেন।

পুরস্কার গ্রহণ ছাড়াও আজ অধ্যাপক ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন বাকিংহাম প্যালেসে। একই দিনে তার ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গেও এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সামাজিক সম্প্রীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক নেতৃত্বে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ড. ইউনূসের এই সম্মাননা অর্জন বিশ্বপরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করল বলে মনে করছেন বিশ্লেষকরা।