জাতীয়

কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৯:৪৯ এএম

কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল (মঙ্গলবার) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন। এ বিষয়টিতে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, স্টারমার যুক্তরাজ্যেই আছেন। এখানে একটি মিসটেক (ভুল) হয়েছে।

বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এই ভুলের কথা স্বীকার করেন।

প্রেসসচিব বলেন, গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম, ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন।

আমি বলেছি সম্ভবত। তারপরও আমার একটা মিসটেক হয়েছে। পরবর্তী সময়ে আমরা যখন দেখলাম, কারেক্ট (সংশোধন) করেছি। উনি এখানেই (যুক্তরাজ্যেই) আছেন।

তিনি আরও বলেন, ব্রিটেনে স্পেন্ডিং রিভিউ (ভবিষ্যৎ ব্যয়ের পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ) চলছে। বাজেটের স্পেন্ডিং কিভাবে কী হচ্ছে, সেটা রিভিউ হচ্ছে। এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত।

এর আগে মঙ্গলবার (১০ জুন) প্রেস সচিব বলেন, আমরা যেটা জানতে পেরেছি যে, কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে, কিয়ার স্টারমার কানাডায় আছেন।

এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।