
জাতীয়
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬

গত মে মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৬১৪ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১,২১০ জন।
বৃহস্পতিবার (১২ জুন) যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংগঠনটি দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু মে মাসেই দেশের বিভিন্ন এলাকায় ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৬১৪ জন এবং আহত হন ১,১৯৬ জন। এ সময় রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ১৪ জন আহত হন। পাশাপাশি নৌপথে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীদের। মে মাসে ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫৬ জন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রায় ৪২ শতাংশ।
ভৌগোলিকভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে- ১৩৯টি দুর্ঘটনায় ১৪৮ জন নিহত ও ২৭১ জন আহত। অপরদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ৩০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩০ জনের।
প্রতিবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন চালক ১৪২ জন, পথচারী ৯৫ জন, নারী ৫৯ জন, শিশু ৫৪ জন, শিক্ষার্থী ৬৬ জন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৩ জন, চিকিৎসক ২ জন ও রাজনৈতিক দলের ৭ জন নেতাকর্মী।
পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে দুর্ঘটনার শিকার হওয়া যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল—মোট ২৯.৪১ শতাংশ। এরপর ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ২২.৫৩ শতাংশ, বাস ১২.৪৮ শতাংশ, এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৪.১৭ শতাংশ।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে গাড়িচাপা (৪৯.০৭%), মুখোমুখি সংঘর্ষ (২৪.৯৫%) এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া (২০.১০%)।