শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

র‌্যাবের উপর নিষেধাজ্ঞা এবং জঙ্গিবাদের উত্থানের যোগসূত্রতা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) বেশ কিছু কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনাটি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার মুখ দেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে সাত জনই বাংলাদেশের।

স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণের মনে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা যে কোনো স্বাভাবিক সিদ্ধান্ত নয়—সেটি পরিষ্কার উপলব্ধি করা যায়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে একটি শক্তিশালী গোষ্ঠী সব সময়েই ষড়যন্ত্রে লিপ্ত থাকে—সে কথা নতুন করে বলার প্রয়োজন নেই। আর সেই শক্তি এখন নতুন আঙ্গিকে নতুন কৌশলে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতিকে কীভাবে অস্থিতিশীল করে রাজনৈতিক উত্তেজনাপূর্ণ ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে কীভাবে বহিঃর্বিশ্বে তুলে ধরা যায় সে বিষয়ে ক্রমাগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্ব পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের মোড়লের ভূমিকায় রয়েছে। নিকট অতীতেও দেশটির বিরুদ্ধে অনেক গণতান্ত্রিক সরকারকে উৎখাতে সহযোগিতা কিংবা ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও মার্কিন ভূমিকা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। এমতাবস্থায় দেশের অন্যতম এলিট ফোর্স র‌্যাবের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন সিদ্ধান্ত যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল তা বলার অপেক্ষা রাখে না। দেশের বর্তমান পরিস্থিতি এ বিষয়ে বিশ্লেষণের তাগিদ অনুভব করেই লেখাটি শুরু করলাম।

প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বাংলাদেশ এখন জঙ্গি দমনে রোল মডেল। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব চরমপন্থি, জঙ্গিবাদ, জলদস্যু ও সন্ত্রাস দমন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আসামি গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় ঈর্ষণীয় ভূমিকা রাখছে র‌্যাব। সরকারের চরম সাহসিকতা এবং দূরদর্শিতায় জঙ্গিবাদের মূলোৎপাটনের ক্ষেত্রে র‌্যাবের ভূমিকা অনন্য। বলা যেতে পারে, র‌্যাব জল, স্থল ও আকাশে অভিযান পরিচালনার সক্ষমতা সম্পন্ন একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।

একটা সময় ছিল যখন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রক্তাক্ত করেছিল চরমপন্থিরা। র‌্যাব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চরম দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করেছে। দেশে একটি গোষ্ঠীর ছত্রছায়ায় জঙ্গিবাদের বীজ বপন করা হয়েছিল। তারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট ওই একই গোষ্ঠীর মদদে বঙ্গবন্ধুর আদর্শকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ২০০৫ সালের সিরিজ বোমা হামলা গোটা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। সে সব পরিস্থিতি এখন দেশে আর নেই। এক্ষেত্রে আমরা বর্তমান সরকারের নেতৃত্বে র‌্যাবের সাহসী ভূমিকার প্রশংসা করতে পারি নিঃসন্দেহে।

বিভিন্ন সময়ে বোমা হামলা চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবি তাদের শক্তি জানান দেওয়ার পরপরই তাদের দমনের লক্ষ্যে মাঠে নামেন র‌্যাব সদস্যরা। এরপর গ্রেপ্তার করা হয় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ শতশত জঙ্গিকে। এ ছাড়া গুলশানের হলিআর্টিসানে জঙ্গি হামলার পর র‌্যাব অভিযুক্তদের গ্রেপ্তার করলে আইনের আওতায় আনা সক্ষম হয়। সন্ত্রাসী, জঙ্গি ও মাদকসহ বিভিন্ন অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত র‌্যাবের প্রায় ৩০ জনের বেশি নিজের জীবন উৎসর্গ করেছেন।

র‌্যাবের এমন হাজারো সাহসিকতার উদাহরণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এই প্রতিষ্ঠানের কতিপয় কর্তাব্যক্তির উপর একটি দেশের নিষেধাজ্ঞার বিষয়টিকে গভীরভাবে মূল্যায়নের তাগিদ অনুভব করছি। আমরা জানি, অতি সম্প্রতি ইরানে একটি জঙ্গি সংগঠন মসজিদে হামলা চালিয়ে প্রায় ৩০ জনের বেশি মুসল্লিকে হত্যা করেছে। সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে এমন নানাবিধ জঙ্গি হামলার ঘটনা প্রায়ই গণমাধ্যম সূত্রে আমাদের চোখে পড়ছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশে জঙ্গি উত্থানের বিষয়টি সাধারণ মানুষের মাথা থেকে প্রায় চলেই গেছে। কিন্তু আগামী নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক উত্তেজনা, বিএনপির অগণতান্ত্রিক হুঁশিয়ারি, নির্বাচন কমিশনে জামায়াত নেতাদের দ্বারা গঠিত বিডিপি নামে নতুন একটি রাজনৈতিক দলের আবেদন, আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সরকার উৎখাতের আলটিমেটাম প্রভৃতি মিলিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন পরিস্থিতির উদ্ভব ঘটতে যাচ্ছে। আর এ সব পরিস্থিতির সুযোগ নিয়ে যেকোনো সময় জঙ্গিগোষ্ঠীসমূহ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আগামী নির্বাচনে সহিংস পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের গভীর ষড়যন্ত্র আমাদের সামনে অনকেটা দৃশ্যমান।

তাত্ত্বিকভাবে আমরা জানি, জঙ্গি সংগঠনগুলো সহিংস তৎপরতার জন্য নির্দিষ্ট সময় ও পরিস্থিতি বেছে নেয়, যা নির্ভর করে কোনো দেশের আভ্যন্তরীণ আর্থসামাজিক-রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গিবাদের বৈশ্বিক প্রবণতার উপর। ইতোমধ্যেই জঙ্গিবাদের যে বৈশ্বিক প্রবণতা আমরা লক্ষ্য করছি, তা সত্যিই আমাদের শঙ্কিত করে তুলছে।

স্বাভাবিক পরিস্থিতিতে জঙ্গিরা সাধারণত প্রচারণা ও কর্মী সংগ্রহের মাধ্যমে সংগঠনের সামর্থ্য বৃদ্ধিতে ব্যস্ত থাকে। এই পর্যায়ে নিবেদিত কিছু কর্মী বাছাই করে তাদের মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে কথিত ‘জিহাদের’ জন্য প্রস্তুত করা হয়। অতীতের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনৈতিক অস্থিরতার সময় মূলত এই অপশক্তি তাদের কার্যক্রমের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করে।

কাজেই এই পরিস্থিতির মূল্যায়ন করা যায় যে, জঙ্গি নির্মূলে র‌্যাবের কার্যক্রম মানবাধিকার ইস্যুতে প্রশ্নবিদ্ধ করা কিংবা কোনো রাষ্ট্রের শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি সাধারণ জনগণের নিরাপত্তার সঙ্গে যেমন সম্পৃক্ত তেমনি দেশে নতুন করে জঙ্গি কার্যক্রমের উত্থানের প্রশ্নটিও সামনে চলে আসে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর কোনো বড় কর্মকাণ্ড দেখা যায়নি। আগামীতে বাংলাদেশসহ বিশ্ব একটি কঠিন সময়ের মুখোমুখি হতে পারে। আর সেই পরিস্থিতির সুযোগে জঙ্গি গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী তাদের কার্যক্রমে সক্রিয় হয়ে উঠতে পারে। বিশেষত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের রাজনৈতিক টানাপোড়েন, দোষারোপ, নিষেধাজ্ঞা কোনোটিই স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষণ নয়। কাজেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীর উপর আন্তর্জাতিক নানা ধরনের নিষেধাজ্ঞা এবং নতুনভাবে তেমন কোনো পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র কিংবা সম্ভাবনা তৈরির সব অপশক্তিতে যথাযথভাবে মোকাবিলা করার ক্ষেত্রে দূরদর্শী অবস্থানে থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে সবাইকেই।

লেখক: অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরএ/

 

Header Ad
Header Ad

দিনাজপুরের বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ

"শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে।

শনিবার (১৯ এপ্রিল) বিরামপুর থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মারুফত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আনোয়ারুল ইসলাম, ড. মুহাদ্দিস এনামুল হক, বিএনপির বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা আমির হাফিজুল ইসলাম, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরণ আলম, ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলামসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পুলিশ সুপার মারুফত হুসাইন তার বক্তব্যে বলেন, “প্রথমে আমি আমার পুলিশকে ঠিক করেছি। এখন আমাদের সামনের দিনগুলো ভালো প্রত্যাশা চাই। আমরা আমাদের সমাজে আর কোনো অপরাধ করতে দেব না এবং এই জেলাকে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকমুক্ত করব ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা এবং সহযোগিতাই পারে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। তাই সবাইকে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

পাকিস্তানের বিপক্ষে বড় হার, শঙ্কায় বাংলাদেশের নারী বিশ্বকাপ স্বপ্ন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে দুর্বল প্রতিপক্ষদের বিপক্ষে টানা তিন জয়ে শীর্ষে ছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শক্ত প্রতিপক্ষের মুখে পড়ে একের পর এক হারে এখন অনিশ্চয়তায় পড়েছে তাদের বিশ্বকাপ স্বপ্ন। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার (১৯ এপ্রিল) লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বসেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২১ রানের মধ্যেই ফিরেছেন তিন ব্যাটার—ফারজানা হক (০), দিলারা আক্তার (১৩) ও অধিনায়ক নিগার সুলতানা (১)। এরপর শারমিন আক্তার ও রিতু মনির ৪৪ রানের জুটি এবং রিতু ও নাহিদা আক্তারের ৪৭ রানের জুটি কিছুটা স্থিতি আনলেও তা বড় সংগ্রহ গড়তে পারেনি। রিতু মনি করেন ৪৭ রান, আর ফাহিমা খাতুন অপরাজিত থাকেন ৪৪ রানে। ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১৭৮ রান। পাকিস্তানের সাদিয়া ইকবাল ২৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

 

ছবি: সংগৃহীত

জবাবে পাকিস্তানও শুরুতেই শাওয়াল জুলফিকারকে হারায়, যাকে এলবিডব্লিউ করেন মারুফা আক্তার। তবে এরপর সিদরা আমিন (৩৭), মুনিবা আলি (৬৯), আলিয়া রিয়াজ (৪৮*) এবং নাতালিয়া পারভেজ (১৩*) মিলে ৩৯.৪ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান।

এই হারের ফলে বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে +০.৬৪-এ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট এখন -০.২৮। ফলে এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। ক্যারিবিয়ানরা যদি বড় ব্যবধানে না জেতে, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ব্যর্থতা, ব্যাটিং দুর্বলতা এবং ধারাবাহিকতা না থাকায় কঠিন হয়ে উঠেছে টাইগ্রেসদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। এখন সব কিছু নির্ভর করছে অন্য দলের পারফরম্যান্সের ওপর, যা নিঃসন্দেহে বাংলাদেশ নারী দলের জন্য উদ্বেগের বিষয়।

Header Ad
Header Ad

ঘুষ-দুর্নীতির অভিযোগ জানানো যাবে দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে

ছবি: সংগৃহীত

ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে এখন সরাসরি ই-মেইলে অভিযোগ জানানো যাবে স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং যথাযথ প্রমাণসহ অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি জানান, দুই মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো সংস্থা বা দফতরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ চাওয়া, দুর্নীতি, অনিয়ম কিংবা সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে তা ই-মেইলে জানাতে পারবেন সেবা গ্রহীতারা।

অভিযোগ পাঠানোর ঠিকানা:
advisorasifofficial1@gmail.com

পোস্টে বলা হয়, অভিযোগের সঙ্গে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করলে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।

"জনস্বার্থে এই উদ্যোগ। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সক্রিয় নাগরিক অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় প্রেরণা।"

এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করছেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এটি একটি সাহসী পদক্ষেপ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দিনাজপুরের বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পাকিস্তানের বিপক্ষে বড় হার, শঙ্কায় বাংলাদেশের নারী বিশ্বকাপ স্বপ্ন
ঘুষ-দুর্নীতির অভিযোগ জানানো যাবে দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, মায়ের স্বীকারোক্তি
টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ উপদেষ্টা
রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারত: রিজভী
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালই যেন নিজেই অসুস্থ!
জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়: জিএম কাদের
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে পরিচালক সৃজিত মুখার্জি
জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশু সেহেরিশের লাশ উদ্ধার
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার
লাল কাপড়ে ঢাকা হবে দেশের সব পলিটেকনিকের ফটক
৬০ বছর বয়সে বিয়ে করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ