রাজনীতি

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক উপলক্ষে লন্ডনে পৌঁছালেন আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৮:৩১ এএম

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক উপলক্ষে লন্ডনে পৌঁছালেন আমীর খসরু
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রত্যাশিত ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (১৩ জুন)।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন। তিনি গতকাল রাত ১০টায় লন্ডনে অবতরণ করেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিন কে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুই নেতার মধ্যে এই প্রথমবারের মতো সরাসরি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকটি আয়োজিত হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরের উদ্যোগে, যেখানে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকের আগের ও পরের সময়ে উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলেও জানা গেছে।

বর্তমানে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে নির্বাচন, রাজনৈতিক সংস্কার ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে টানাপড়েন চলছে। এই প্রেক্ষাপটে দুই পক্ষের শীর্ষ নেতার মধ্যে এমন একটি উচ্চপর্যায়ের বৈঠক দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আশার সঞ্চার করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ বৈঠক রাজনৈতিক সংকট নিরসনের পথ খুলে দিতে পারে এবং আগামীর রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।