মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নওগাঁয় স্থগিত হওয়া বিএনপির সমাবেশ ১৩ জানুয়ারি

নওগাঁয় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১৩ জানুয়ারি জেলা বিএনপির জনসভা। এই জনসভাকে জনসমুদ্রকে পরিণত করার পরিকল্পনা করেছে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠন। তাই জেলার প্রতিটি ইউনিটির উদ্যোগে চলছে ব্যাপক প্রচারণা।

জেলা বিএনপি সুত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে ১৩ জানুয়ারি জেলা বিএনপি শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠে বেলা ১১টায় অনুষ্টিত হবে জনসভা।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু,সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং ওবায়দুল হক চন্দন।

জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ জানান, ইতোমধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি চাওয়া হয়েছে। আশা করি জনসভা সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হবে। মানুষ চায় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা। ইতোমধ্যে বিএনপিসহ দেশবাসীর পক্ষ থেকে বিদেশে নিয়ে দেশনেত্রী বেগম জিয়াকে সুচিকিৎসার দাবি জানানো হয়েছে। এই যৌক্তিক দাবি সরকার মানছে না। যা অমানবিক। তাই জনসভায় বিপুল সমাগম হবে আশা করি।

বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি জানিয়েছেন, বিভিন্ন উপজেলা থেকে ব্যাপক লোকজন জনসভায় উপস্থিত হবেন। আমরা ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা ও প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশাকরি ১৩ জানুয়ারির জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। মানুষ বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসেন। জনসভায় তা প্রমাণ হবে।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানিয়েছেন, ১১টি উপজেলা থেকে অন্তত ৫০ হাজার মানুষ জনসভায় উপস্থিত হবে এমনটা আশাবাদী। জনসভা সফল করতে নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করা হচ্ছে। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। পৌরসভায় প্রতিটি ইউনিটে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

দীর্ঘদিন পরে বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নেওয়ায় ইতোমধ্যে আরও চাঙ্গা হয়েছে নেতাকর্মীরা। জনসভার শৃংখলা রক্ষায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর সকালে একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সভা আহ্বায়ন উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁ সমগ্র পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। সেই আদেশে গত ২৭ ডিসেম্বর বেলা ৩টা থেকে ২৯ ডিসেম্বর বেলা ৩টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বলবৎ করা হয়। এর পরই সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জেলা বিএনপি।

এসআর/এএন

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গতকাল রাতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, হামলায় ৪১৩ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে ইসরায়েল আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে। কয়েক ঘণ্টার তাণ্ডবে মুহূর্তের মধ্যেই ঝরে যায় শত শত মানুষের প্রাণ। হামলায় বহু ভবন ধসে পড়ে এবং সেগুলোর নিচে আটকে পড়েন আরও অনেকে, যাদের নাম এখনো আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা এত বেশি যে সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানানো হয়েছে। রক্তের সংকটের পাশাপাশি চিকিৎসকরা পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও ভুগছেন।

গত ১৭ দিন ধরে গাজায় সবধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি দখলদাররা। সেখানকার মানুষকে সকল ধরনের সহায়তা থেকে বঞ্চিত করে নির্মম ও কাপুরুষোচিত এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাস তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাস জানায়, পূর্বের চুক্তি অনুযায়ী ইসরায়েল যদি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করে, তাহলে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। তবে ইসরায়েল এই চুক্তিতে সম্মত হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, গাজায় নতুন করে নির্বিচার হামলা চালানোর পরিকল্পনা কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়েছিল। তাই ইসরায়েলের দাবি যে, হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে হামলা চালানো হয়েছে, সেটি সত্য নয়।

গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবিতে গণঅধিকার পরিষদের আলটিমেটাম। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদ, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের জন্য ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে। তারা জানিয়েছেন, এই সময়ের মধ্যে উপদেষ্টারা পদত্যাগ না করলে, তারা গণঅভ্যুত্থানের সমস্ত শক্তি নিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান আরও দাবি করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর জন্য আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, "সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা বাতিল করা উচিত এবং সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগও বাতিল করতে হবে।"

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান সংবাদ সম্মেলনে বলেন, "ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তাই ছাত্রদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের পদত্যাগ করতে হবে।"

এছাড়া, তিনি দাবি করেন, হাইকোর্টের নির্দেশে ড. ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন বাতিল ঘোষণা করতে এবং 'ডামি এমপি'দের সম্পদ জব্দ করার কথাও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দলের উচ্চ পরিষদ সদস্য দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ও গণমাধ্যম সম্পাদক আবু হানিফ।

Header Ad
Header Ad

পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে স্থানীয় জনতার তাণ্ডবের ঘটনা ঘটেছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যখন ইসলামাবাদের সেক্টর এফ-১১ এলাকায় এই অবৈধ কল সেন্টারে অভিযান চালাচ্ছিল, তখন স্থানীয় জনতা সেখানে ঢুকে পড়ে এবং ব্যাপক লুটপাট চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ওই কল সেন্টারটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং কোনো বৈধতা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এফআইএর অভিযানের সময়ই স্থানীয়রা ভেতরে প্রবেশ করে এবং যা কিছু পায় তা লুট করে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণ থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত যে যেভাবে পারছে, সেভাবেই ল্যাপটপ, মনিটর, ডেস্কটপ, কিবোর্ড, এক্সটেনশনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ বের করে নিয়ে যাচ্ছে। এমনকি কেউ কেউ ফার্নিচার, থালা-বাসন ও চামচ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছেন। ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ শেয়ার করে একজন মন্তব্য করেছেন, “ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টারে লুটপাট করেছে পাকিস্তানিরা। পবিত্র রমজান মাসে শত শত ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশসহ আসবাবপত্র চুরি হয়েছে।”

 

এই অভিযানে এফআইএ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চীনা নাগরিক ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে অভিযানের সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

স্থানীয়দের এমন তাণ্ডব নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই বলছেন, পবিত্র রমজান মাসে এমন লুটপাট অনুচিত এবং অনৈতিক। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি (ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
আপনি কি পরিবারের বড় সন্তান? আপনাকে অভিনন্দন!
টিসিবির জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
শেখ হাসিনা ও রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ
ফেসবুক স্টোরি থেকেও আয়ের সুযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীনে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান
নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন
বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
‘যমুনা রেল সেতু’র উদ্বোধন সম্পন্ন, হুইসেল বাজিয়ে ছুটল উদ্বোধনী ট্রেন
বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ