
গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ৪ ফেব্রুয়ারি
২৫ জানুয়ারি ২০২৩, ০২:৫০ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

যুগপৎ আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, যুগপৎ আন্দোলনে আওয়ামী সন্ত্রাস দমন নিপীড়ন এর বিরুদ্ধে, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মুক্তির দাবি, বিদ্যুৎ গ্যাস জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দশ দফা দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ-বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচির দিনে সরকারি দল আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির তীব্র সমালোচনা করে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, সরকার সবসময় আছে। আমরা আন্দোলন করি ওরা পাহারা দেয়, আসল কথা হচ্ছে ওরা নিজেদের পাহারা দেয়। ওরা মনে করে জনগণ যদি শ্রীলঙ্কার মতো এই দেশে গণভবন-বঙ্গভবনে ঢুকে পড়ে।
জনগণ অধিকার আদায়ের লক্ষ্য থেকে উঠে আসছে। দিন দিন ওদের পাহারা দেওয়ার লোক পাবে না। তারা যদি মনে করে দেখি আমরা পারি কি না? তাহলে বলব আমরা পারি কি না তা দেখারও সুযোগ পাবে না তারা। কারণ চলতি বছরেই সরকারের পতন হবে। ধাক্কা নয় আমার মনে হয় এই সরকার এতটাই দুর্বল যে কাতুকুতু দিলেই পড়ে যাবে।
তিনি বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত সরকার।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্দোলনের সুনামিতে আওয়ামী লীগ ও সরকার ভেসে যাবে। এই শীত তাদের শেষ শীত, রাজনৈতিক সংকট নিরসনে যদি এগিয়ে না আসে তাহলে আগামী শীতের আগেই এই সরকার বিদায় নেবে।
গণ অধিকার পরিষদের সদস্য নুরুল হক নুর বলেছেন, ২০২৪ জানুয়ারি নির্বাচন হবে ভেবে সরকারকে সময় দেওয়া যাবে না। আজকে জনগণ জেগে উঠেছে। আমরা যদি দ্রুত সময়ের মধ্যে সরকারের পতন ঘটাতে না পারি তাহলে রাজপথে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেমে যাবে। জনগণ কখনো দাবি আদায়ে দীর্ঘ সময় রাজপথে থাকে না। সরকার পতনে এখনই প্রয়োজন টানা কর্মসূচি অব্যাহত রাখা। শিগগিরই আলোচনা সাপেক্ষে লং মার্চ রোড মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তাদের ফাঁদে পা দেব না। এই সরকারের গোয়েন্দা সংস্থা গুজব ছড়াচ্ছে। আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। আমাদের মূল ফোকাস নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুরুল হক বলেন, আপনি বলেছেন ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে না, আসলে আওয়ামী লীগ এতটাই ভীত হয়েছে যে তাদের কাঁপণ ধরেছে। বিদেশি সমর্থন নাই। সামান্য ধাক্কা দিলে হবে না বুলডোজার দিয়ে ধাক্কা দিতে হবে।
এমএইচ/এমএমএ/

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম

বিএনপি ও সমমনা দলের অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ফার্মগেট এলাকায় সবসময় জনসমাগম বেশি থাকে।
এই সুযোগে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আত্মহত্যা
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম

খুলনার পাইকগাছায় লগ্ন পেরিয়ে গেলে বিয়ে না করে বর চলে যাওয়ায় আত্মহত্যা করেছেন মিতু মণ্ডল (১৯) নামের এক তরুণী। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় মিতুর বাবা তাকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিতু মণ্ডল মারা যান। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা হয়েছে।
মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন, আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে সঠিক সময়ে ছেলেপক্ষ না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে গত শুক্রবার বিকাল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচণায় থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা হয়েছে।

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম

আগামী ১০ ডিসেম্বর (রোববার) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে।
শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।