প্রবাস

ইউকে বাংলা প্রেস ক্লাবের মেয়াদ বাড়লো ১ বছর


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩১ এএম

ইউকে বাংলা প্রেস ক্লাবের মেয়াদ বাড়লো ১ বছর

ব্রিটেনের (ইউকে) বাংলা প্রেস ক্লাবের চলতি কমিটির মেয়াদ বাড়লো আরও এক বছর।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে পুর্ব লন্ডনের এক‌টি হলে ইউকে বাংলা প্রেসক্লাবের বিশেষ সাধারন সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল কালাম। সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় করোনাকালীন প‌রি‌স্থি‌তিতে সর্বসম্মতিক্রমে বর্তমান ক‌মি‌টির মেয়াদ এক বছর বাড়ানো হয়।

সভা শেষে পুর্ব লন্ডনের এক‌টি রেষ্টুরেন্টে বা‌র্ষিক নৈশ‌ভোজ অনু‌ষ্ঠিত হয়। নৈশ‌ভোজ শে‌ষে প্রেসক্লা‌বের যুগ্ম সাধারন সম্পাদক,ক‌বি আ‌জিজুল আ‌ম্বিয়ার কাব্যগ্রন্থ ‘ভালবাসার সপ্নবিলাস' বইয়ের‌ পাঠোম্মচন অনুষ্ঠিত হয়।

এনএইচবি/এএস