বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

কানাডায় জমকালো বৈশাখী মেলা অনুষ্ঠিত

বৈশাখ মানে বাংলা নববর্ষ,পরিবর্তন আর ঝোড়ো রুদ্র আলোড়নের প্রবাহে নুতনকে গ্রহণ করা। যাপিত জীবন পরিক্রমার মলিনতার, নির্বোধ মিথ্যাচারের আর মানবিক দুর্দশার বোবাকান্না মুছে সভ্যতার আলো নিয়ে নুতন ভাবে বাঁচার অঙ্গীকার নিয়ে আসা বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক কথায় মূল ধারক ও বাহক যা বাংলার সহস্র বৎসরের ইতিহাস, ঐতিহ্য, আচার-অনুষ্ঠান ইত্যাদি সব দিক লালন করেl বাংলাদেশি ও বাঙালিরা সোনালী আশায় পুরানো বছরের ব্যর্থতা, নৈরাশ্য, গ্লানি ভুলে নতুন বছরকে সানন্দে বরণ করে নেন এক সুসমৃদ্ধ জীবনের প্রত্যাশায়। বাংলার নববর্ষের দিনটি সব বাংলাদেশি ও বাঙালি জাতির ঐতিহ্যবাহী দিন। শুধুমাত্র বাংলাদেশই নয়, ভারতের পশ্চিমবঙ্গে বাঙালির বিশেষ উৎসবের আমেজে পালিত হয়। ভারতের ত্রিপুরায় বাঙালিরাও এই উৎসবের আয়োজন করেন। এর পাশাপাশি বিশ্বময় বাঙালি ও বাংলাদেশিরা যে যেখানে আছেন তারা নিজ নিজ অবস্থান হতে ছোট বড় পরিসরে বিভিন্ন আয়োজন করেন l

দেশে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ও বাঙালির হৃদয়ে ' বৈশাখ' শব্দটি জীবনের বিভ্রান্ত বিভেদ আর ব্যথা ভুলে উৎসবের আমেজের এক হতে শেখায়l ভোজনরসিক বাঙালির যে কোনো আনন্দ উৎসবের অপরিহার্য অংশ হলো তাদের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের চর্চা l খাদ্য আর দেশজ পরিচ্ছদ, দেশজ কারুশৈলীর সমন্বয় ‘বৈশাখ উদযাপনের বিশ্বময়তার ধারাবাহিকতায় কানাডায় নোভা স্কোশিয়ার প্রদেশের রাজধানী হ্যালিফ্যাক্সের বেডফোর্ডের লায়ন্স ডেন ক্লাবে গত ১৪ ই মে ‘বাংলাদেশ কানাডা ফ্রেন্ডশিপ সোসাইটির (বি সি এফ এসের ) উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী মেলা ১৪২৯ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। দুপুর বারোটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থায়ী মেলার এই নানন্দিক আয়োজনে ছিল একেবারে লোকে লোকারণ্য l চমৎকার রঙিন হাতপাখা ও বিভিন্ন দেশীয় নকশার মঞ্চসজ্জার আবহে বিকাল সাড়ে চারটায় শুরু হয় সংষ্কৃতিক অনুষ্ঠান যা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে l

উল্লেখ্য, যে গত এপ্রিল মাসে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপনের জন্য মে মাসে এই দিনে অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছিল l

হ্যালিফ্যাক্স ও নোভা স্কোশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সমাজ কর্মী, নীতি নির্ধারক সহ সবার শ্রদ্ধাভাজন কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে সপরিবারের উপস্থিত ছিলেন l অধ্যাপক ড. ফজলে সিদ্দিক, লিলি সিদ্দিক, অধ্যাপক ড. শামসুদ দোহা চৌধুরী, জেবুন চৌধুরী জুয়েল, অধ্যাপক ড. আশরাফ আল জামান, অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদ রহমান, তাহমিনা আক্তার ডালিয়া, ড. নুরজাহান বেগম, কাজী শাহ্জালাল, ডা. দিলরূবা রহমান সুরভী, ডা. তাহমিনা ওয়াহাব, আহসান রিজভী চৌধুরী, সাবিনা ইসলাম রেশমা, রহমান চৌধুরী, মাহমুদুল সুফিয়ানী, খসরুল কবির, আহসান রিজভী চৌধুরী, সাইয়েদা লায়লা নার্গিস কেয়া l উল্লেখ্য, যে আশির দশকের শুরু থেকেই হ্যালিফ্যাক্সের বাংলাদেশিদের বিভিন্ন উৎসবের ছোট বড় বিভিন্ন আয়োজনের মাধ্যমে সবাই উদোক্তা ও আহ্বায়ক হিসেবে একনিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন l

কানাডার হ্যালিফ্যাক্স বিসিএফ এসের এই আয়োজনে আমন্ত্রিত বাঙালি অতিথিসহ চারশর অধিক লোকের সমাগম ঘটেছিল, হ্যালিফ্যাক্সে বসবাসরত বাঙালিদের ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় বাংলাদেশি অভিবাসী ছাড়াও কানাডার সরকারের মূলধারার বিশিষ্ট জনপ্রতিনিধিরা এই আয়োজনে আমন্ত্রিত ছিলেনl তারা হলেন—এম এল এ আলী ডুয়ালে, এম এল এ এঞ্জেলা সিমন্ডস, এমপি লিনা ডিয়াব, হ্যালিফ্যাক্স রিজিওনাল মিউনিসিপ্যালিটির মেয়র মাইক স্যাভেজ ও কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টির একজন নেতা বিশাল ভারওয়াজ, এনডিপি পার্টির লিডার গ্যারি বুঢ়িল। তার আমন্ত্রিতদের সঙ্গে মত বিনিময় করেন, বিভিন্ন স্টলের খাবার উপভোগ করেন, দেশজ পণ্য ক্রয় করেন এবং মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন l

কানাডার হালিফ্যাক্সে আয়োজিত সেদিনের এই আয়োজন পরিণত হয়েছিল কানাডার প্রবাসভিত্তিক বাঙালি ও বাংলাদেশিদের মনোরম সুন্দর এক মিলন মেলায় l আয়োজনে বাংলাদেশের ও বাঙালিদের জনপ্রিয় ও প্রচলিত ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও দেশজ বিভিন্ন কারু শৈলীর সমাহার ঘটেছিল। বৈশাখী মেলাতে খাবারের স্টলের পাশাপাশি ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আবাসন বিষয়ে বিশেষজ্ঞ এক্সিট রিয়ালিটির রিয়েল্টর মারভিন রোজারিওর একটি স্টল যার মাধ্যমে তিনি স্থানীয় সবার জন্য কানাডার হালিফ্যাক্সে বাংলাদেশিদের আবাসন/গৃহ ক্রয়ে, লিজ,সংক্রান্ত তথ্যে বিষয়ে আগ্রহীদের হ্যালিফ্যাক্স ভিত্তিক প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্য সঠিক ও সুন্দরভাবে মাতৃভাষায় ব্যক্ত করেন l

বাঙালি খাবারের বিভিন্ন স্টলে ফুচকা, পিঠা, দইবড়া ও দই ফুচকা, ঝাল মুড়ি, মাটন রেজালা, আচার, কালো ভুনা, বিভিন্ন স্বাদের বিরিয়ানি, পিঠা, গজা, জর্দা হালিম ইত্যাদি আবহমান বাংলার সংস্কৃতি লালিত দেশজ ও মোগলাই খাবারের এক মজাদার রসনা ময় সামঞ্জস্য ঘটেছিলl

খাবারের স্টলগুলোসহ ১৫টি স্টলে হ্যালিফ্যাক্সের স্থানীয় বাঙালি ও বাংলাদেশিরারা বিভিন্ন খাবার ও দেশজ দ্রব্যের পসরা সাজিয়ে বসেছিলেন l প্রতিটি স্টলের নামকরণ ছিল বাংলা শব্দ, ঐতিহ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বেশ চিত্তাকর্ষক l

লীয়া ও তার সহযোগীরা তাদের স্টলের নামকরণ করেছিলেন 'কাদম্বিনী ফুচকা ঘর' আর সাজিয়েছিলেন মুচমুচে জিলাপি, ফুচকা, চটপটি, আচার,পিঠার রকমারি সম্ভারে l হাবিব তার স্টলে সাজিয়েছিলেন ঝালমুড়ি সামোসা, পোলাউ, মাটন রেসিপি ও মুগ ডাল এর মজাদার স্বাদের কয়েকটি পদ l মাইশা তাজ ও সীমাত তাদের 'সাজ' শাড়ির স্টলে বিভিন্ন ধরনের শাড়ির সুন্দর সম্ভার রেখেছিলেন l কাকলি মজুমদার তার 'ঐতিহ্য' স্টলে সাজিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন স্বাদের ঐতিহ্যবাহীপিঠা যেমন ভাপা, দুধ পুলি, পাটিসাপ্টা ও ফুলঝুরি পিঠার সম্ভারে l সোনিয়া আফরোজ ও তানিয়া আফরোজ সাজিয়েছিলেন তাদের স্টল 'বাংলা ভর্তা' মুখরোচক স্বাদের আলু বেগুন শুটকি মজাদার দেশজ ভর্তা, কাবাব 'ভাজি, মিষ্টান্ন দিয়ে l

সাবরিনা শারমিন জুঁই ও তার সহযোগী তাহমিনা, নাদিয়া তাদের নিজস্ব ও বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন নারী উদ্যোক্তা সংগঠনের হাতে তৈরি পসরা নিয়ে তাদের ‘নোভা নারী’ স্টলে রেখেছিলেন সুন্দর সম্ভার l প্রদেশ নোভা স্কোশিয়া নামের সাথে সামঞ্জস্যরেখে নামকরণকৃত তাদের এই স্টলে, হাতে করা নকশি কাজের চাদর, হাতে তৈরি মালা ও চিত্র কর্ম, টি শার্ট, শাড়ি, বিভিন্ন বৈচিত্রময় সুন্দর গৃহ সজ্জার কারুপণ্যর সম্ভার ছিল l লামিয়া ও সহযোগীরা তাদের 'দর্জি বুটিক' স্টলে বাংলা দেশের বিভিন্ন শাড়ি, পোশাক, ‘ উপমহাদেশের কয়েকটি দেশের নাগরা জুতা সুন্দর সম্ভার রেখেছিলেনl ফাতিমা আক্তার ও আমির হাসিব খান তাদের স্টলে চটপটি পায়েস স্প্রিঙ রোল, ঝালমুড়ির, কাপকেক চিপস ও ললিপপ রেখেছিলেন lফারিস্তা ও সহযোগীরা তাঁদের 'ভুঁড়িভোজ ' স্টলে পোলাউ বিফ কালা ভুনা, কাটা মসলার বিফ, চিকেন রোস্ট ও বোরহানির'এই সব মজাদার পদের আয়োজন রেখেছিলেন l জলি, মিশু, সমীরণ, সৈকত, সঞ্জয় চৌধুরী, নবনীতা তাঁদের ' 'টক ঝাল মিষ্টি 'স্টলে বিভিন্ন স্বাদের মুখরোচক চপ যেমন আলুর,টুনার চপ ও সমুচা, মজাদার কাঁচা আমের শরবত, মালাই গজা ও বোরহানী আয়োজন রেখেছিলেন l
মারজান, রিনাত ও সিফাত তাদের 'খুশিতে ঠেলায় ঘুরতে ' এই স্টলে মুখায়বয়ব এর ফেস পেইনটিং, স্নাক্স ও বিরিয়ানি ইত্যাদির আয়োজন রেখেছিলেনl বিয়াস বিশ্বাস বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই বাংলার বিভিন্ন ধরনের ইতিহাস ও ঐতিহ্য বাহী ভিত্তিক থিমে তার হাতে করা চিত্রিত কাঠের ম্যাট, ট্রে , বৈচিত্রেময় গহনা, চিত্রকর্ম গৃহসজ্জা সামগ্রীর পণ্য দিয়ে নান্দনিক ভাবে 'লাভইট'স্টলটি সাজিয়েছিলেন l হ্যালিফ্যাক্সে মুখরোচক বাংলা খাবারের জনপ্রিয় 'শেলীজ স্পেশ্যাল বাংলা কিচেন' র কর্নধার শেলী জুয়েল আপার অসাধারণ স্বাদের কয়েক রকমের বিরিয়ানি ‘ চিকেন ফ্রাই, মাংসর ইত্যাদির আয়োজন করেছিলেন l

আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সীমাত, লিয়া ও নিপা l শুরুতেই রাঙামাটির রঙে তে চোখ জুড়ালো ' এই দেশাত্মবোধক সঙ্গীতের উচ্ছল পরিবেশনা দর্শকদের উপহার দেন রিনাত, মিশু, কাকলি, নিপা ও মৃত্তিকা। এর পর শিশুদের তিনটি পরিবেশনা হয়, 'আতা গাছে তোতা পাখি 'এই শিশুতোষ ছড়াটি পরিবেশন করেন এলিজা, তুরহান,আইদান ।'ওই দেখা যায় তাল গাছ' ছড়াটির সুন্দর পরিবেশনা করে ড্যানিয়েল ও জেইদান। একক ভাবে রবীন্দ্রসংগীত 'মায়াবন বিহারিণী' এই গানটির আবহে সঙ্গে প্রাণোচ্ছল অসাধারণ নৃত্য পরিবেশনা করে শিশু শিল্পী জুড়াইয়া l

আক্তার জামান তোমার আঁখির মতো আকাশের দুটি তারা ' জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেয়সীর চোখের প্রতি প্রেমিকের আহ্বান বিষয়ক গানের সুলোলিত পরিবেশনার মাধ্যমে একটি অসাধারণ আবহের সৃষ্টি হয়। এই শিল্পী পরবর্তীতে কে তুমি তন্দ্রাহারিনী এই গানটির সুন্দর পরিবেশনা করেনl এর পর লিয়া ও তার দল একটি দলীয় পরিবেশনার মাধ্যমে 'কমলায় নৃত্য করে ' এই গানটির সঙ্গে চমৎকার ভঙ্গিমায় নাচ পরিবেশনা করেন l

যন্ত্র সঙ্গীত পরিবেশনা পর্বে গিটারের শ্রুতিমধুর তালে সোনিয়া র সুরের ছোয়াঁ ' ও নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে ' যা অতিথি আমন্ত্রিতদের আনন্দময় এক ফেলে আসা নদীবিধৌত বাংলার স্মৃতিতে কিছু সময় আচ্ছন্ন করে l সোনিয়া পরবতী একটি পরিবেশনায় যন্ত্রসংগীতের অপূর্ব মূর্চ্ছনায় 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' এক অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ এই জনপ্রিয় গানের সুর তোলেন। শিশু শিল্পী জারিফ সুন্দর ও সপ্রতিভ উপস্থাপনা করে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিচিত্র স্বাদ' কবিতাটি l

রেহাম ‘আজ যে আকাশ' ও রিদা 'বেহুলা 'এই গানটি সাবলীল সুন্দর ভাবে পরিবেশনা করে। আবিদ রানার কণ্ঠে 'হৃদ মাঝারে রাখবো' গানটি ছিল বেশ শ্রুতিমধুরl লীয়া ও তার দল'এই বৈশাখের ঢাকে' আধুনিক ও দ্রুপদী ঢঙ্গের সংমিশ্রণে এই গানের সঙ্গে একটি দলীয় নৃত্য সুন্দর ভাবে পরিবেশন করেন। বড়োদের দলীয় সংগীতে মৃত্তিকা, নিপা, কাকলি,সিমাত, মিশু বাংলাদেশের জনপ্রিয় সোলস ব্যান্ডের গান 'এই মুখরিত জীবনের চলার বাঁকে ' এই গানটির সুন্দর দলীয় পরিবেশনা দর্শকদের দেশে ফেলে আসা জন্মভূমির শৈশবের স্মৃতির আবেশে আচ্ছন্ন করে নিয়ে যায় কিছু সময়ের জন্য। এরপর 'গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত' এই গানের মাধ্যমে শিশু শিল্পী শ্রেয়া, আদৃতা, পৃথু, সমিতা, রিদা আমাদের বাংলাদেশের ঋতু বৈচিত্র স্বরূপ তুলে ধরে।

একটি নাটিকার মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন পেশাজীবী সাধারণ বৃহত্তর জনগোষ্ঠী মানুষের প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিচ্ছদের সাজ পোশাকে লীয়া তার দল একটি সুন্দর পরিবেশনা করেন। শিশু শিল্পী শ্রেয়া সাবলীলভাবে পরিবেশন কর' গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ' এই গানটি l ফ্যাশন শোতে শিশু কিশোর শিল্পীরা বাংলার দেশজ,ধ্রুপদী ও পাশ্চত্যের আধুনিক পোশাকের বিভিন্ন সাজে মঞ্চে উপস্থিত হন। শিশুদের পরিবেশনায় পৃথু ইমু ও আইউয়ানা সুন্দর ভাবে কবিগুরুর রচিত ' আমাদের ছোট নদী ' ছড়া কবিতা টি পরিবেশন করেন। জাতীয় কবি নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'বাগিচায় বুলবুলি তুই ' গানটি আবেদ রানা ও রিনাত সুন্দর ভাবে যুগল পরিবেশনা করেনl

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নির্ভর কয়েকটি প্রশ্নমালার সমন্বয়ে একটি কুইজের আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ড. নুরজাহান বেগম ও জেবুন চৌধুরী জুয়েল, অধ্যাপক শামসুদ দোহা চৌধুরী l এ ছাড়া বিজয়ীদের তাদের বাংলাদেশের পারিবারিক বংশধারা অনুসারে নিজেস্ব জেলা ভিত্তিক উচ্চারণে কিছু বলতে অনুরোধ করা হয় ‘তারা সুন্দর ভাবে তা উপস্থাপনা করেনl বিসিএফ এসের প্রেসিডেন্ট আহসান রিজভী চৌধুরী এরপর ডোর প্রাইজের ড্র এর বিজয়ীদের নাম ঘোষণা করেন l

এই আয়োজনের সুন্দর ইতি টানেন নাগিব, বাপ্পি ও বি সি এফএসের প্রেসিডেন্ট আহসান রিজভী চৌধুরী বাংলাদেশের শিল্পী জেমস আইয়ুব বাচ্চু আর বাংলাদেশের কয়েকটি ব্যান্ডর গানের সুন্দর প্রাণবন্ত পরিবেশনা দিয়ে l

আরএ/

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

ছবি: সংগৃহীত

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে ওইদিন প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

 

তীব্র গরমে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

আবারও সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।

২৫ এপ্রিল যেমন থাকবে আবহাওয়া

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

২৬ এপ্রিল যেমন থাকবে আবহাওয়া

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আগামী ৫ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

মনোনয়ন প্রত্যাহার না করা মন্ত্রী-এমপির স্বজনদের সময়মত ব্যবস্থা

ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, পার্টির যারা মন্ত্রী-এমপি এমন পর্যায়ে আছেন তাদের জন্য নির্দেশনা রয়েছে, তাদের সন্তান ও স্বজনরা যেন উপজেলা নির্বাচনে না আসে। প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কেউ কেউ বলেছেন আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তারপরেও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরেও ইচ্ছা করলে করতে পারবেন।

ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে। সময়মতো এই সিদ্ধান্ত অবশ্যই করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময়মতো দল ব্যবস্থা নেবে।

বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ দেওয়ার কথা স্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে মানসিক বাধা দিতেই পাল্টা কর্মসূচি।

২৬ এপ্রিল ঢাকায় বিএনপির ডাকা কর্মসূচির দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের ডাক দিয়েছিল। বিএনপি কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার পর আওয়ামী লীগও শান্তি সমাবেশ প্রত্যাহার করে নিয়েছে। তবে বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের বলে আসছেন, আমরা শান্তি সমাবেশ করছি, পাল্টা কোনো সমাবেশ করছি না।

বিএনপি বা বিরোধী দলের কোনো কর্মসূচি থাকলে আওয়ামী লীগের কর্মসূচি থাকে, ২৬ তারিখ কর্মসূচি ছিল, লোকজন বলছে এটা পাল্টাপাল্টি। যদি পাল্টাপাল্টি হয়ে থাকে তাহলে আপনারা কি বিএনপিকে চাপে রাখার জন্য এ কর্মসূচি দিচ্ছেন? না কি সরকারের মধ্যে অজানা আশঙ্কা কাজ করছে যে বিএনপি মাঠ দখল করে সরকারকে ফেলে দিতে পারে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখুন, এখন নির্বাচন হয়ে গেছে, নির্বাচন যারা বয়কট করেছে, তারা নির্বাচন করতে দেবে না, সে স্বপ্ন মাঠে মারা গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না, পাঁচ দিনের মাথায় পড়ে যাবে। এমন দুঃস্বপ্ন তারা দেখেছিল। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি বলেন বিএনপি এবং আমরা একইদিন কত সমাবেশ করেছি। আপনি দেখতেন একটা রাজনৈতিক দল হিসেবে, আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি কি না। তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি কি না, সরকারি দল হিসেবে। তা হলে অসুবিধা কি? আমরা কি বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট এটা।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে হ্যাঁ, আমরা এটা মনেই করতে পারি, বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে, তারা অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসের বিষয় দিয়ে জনগণের জানমালের নিশ্চয়তা, সম্পদরক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস করার বিষয়ে একটা মানসিক বাধা পাবে, সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি সমাবেশ করছি, তারা গণহত্যা, বিক্ষোভ অনেক কিছু করছে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি
তীব্র গরমে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
মনোনয়ন প্রত্যাহার না করা মন্ত্রী-এমপির স্বজনদের সময়মত ব্যবস্থা
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প আসছে বাংলাদেশের পর্দায়
শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫
মুক্তি পেল ইমতু রাতিশ ও অলংকার এর 'বরিশাইল্লা সং'
জরুরি সাংগঠনিক নির্দেশনা দিলো ছাত্রলীগ
সাহিত্য চর্চার আড়ালে শিশু পর্নোগ্রাফি বানাতেন টিপু কিবরিয়া
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৬
ধাওয়া খেয়ে গরু ও গাড়ি রেখে পালালো চোর, গাড়িতে আগুন দিল জনতা
আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ হাসপাতালে ভর্তি
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসিতে মানববন্ধন
রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু
প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ সচিব
ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে
ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী বক্সার জিন্নাত ফেরদৌস