সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে প্রবাসীরা সোচ্চার’

জাতিসংঘ মানবাধিকার পরিষদে মহান মুক্তিযুদ্ধে সংগঠিত নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কানাডায় 'টরেন্টো ফিল্ম ফোরাম' এক গণসমাবেশের আয়োজন করে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকটি সংগঠন ওই আয়োজনে অংশ নেয় l সেই গণসমাবেশ আয়োজনের প্রেক্ষাপট ও আগামীর পরিকল্পনা বিষয়ে ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকের সঙ্গে কথা হয় ঢাকাপ্রকাশের। সাক্ষাৎকারটি নিয়েছেন ফারজানা নাজ শম্পা। নিচে এর চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো

ঢাকাপ্রকাশ: টরেন্টোতে গত ১ অক্টোবর কেন গণসমাবেশের আয়োজন করা হয়?

মনিস রফিক: টরন্টোতে গত শনিবার (১ অক্টোবর) সমাবেশ আয়োজনের মূল কারণ ছিল, ৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভাস্থ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যে আলোচনা হয়েছে তার প্রতি সংহতি প্রকাশ করা। এ বিষয়ে নৈতিক সমর্থন দেওয়া এবং জনগণকে বিষয়টি সম্পর্কে অবহিত করানো। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ৫১ বছর পর এই প্রথম জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশে সংঘটিত ভয়াবহতম, বীভৎস, বর্বর গণহত্যাও জেনোসাইড নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনাকে সামনে রেখে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বাঙালিরা সোচ্চার হয়েছে এই জেনোসাইডের আন্তর্জাতিক ও জাতিসংঘের স্বীকৃতি আদায়ের জন্য।

ঢাকাপ্রকাশ: কানাডার টরেন্টোর গণসমাবেশের আয়োজক কোন সংগঠন? এতে কোন কোন সংগঠন অংশ নেয়?

মনিস রফিক: টরন্টোতে এই সমাবেশের আয়োজক সংগঠন ছিল টরন্টো ফিল্ম ফোরাম। টরন্টো ফিল্ম ফোরামের আহ্বানে সাড়া দিয়ে এই সমাবেশকে সফল করার জন্য পিডিআই কানাডা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা, ইন্টারন্যাশন্যাল ক্রাইম স্ট্রাটেজি ফোরাম, ছায়ানট, নাট্যসংঘ কানাডা, ম্যাক এন্টারটেইনমেন্ট, কানাডা বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, অন্যমেলা টরন্টো, বাংলাদেশ আওয়ামী লীগ, সাপ্তাহিক ‘বাংলাকাগজ’ এবং প্রজন্ম ৭১ এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তবে বিশ্বব্যাপী এ সমাবেশ আয়োজনের মূল সংগঠন হচ্ছে, নেদারল্যান্ডস ভিত্তিক বাংলাদেশ সাপোর্ট গ্রুপ-BASUG, ‘আমরা একাত্তর’ এবং ‘প্রজন্ম ৭১’। সাবেক ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস নাসির উদ দুজা মূলত টরন্টো ফিল্ম ফোরামকে এই সমাবেশ আয়োজন করা জন্য আহ্বান জানান। এর প্রধানতম কারণ ছিল, গত ২০১৫ সাল থেকে টরন্টো ফিল্ম ফোরাম ২৫শে মার্চের কালো রাত এবং ১৪ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী দিবসে ৩০০০ ড্যানফোর্থ এলাকায় ’৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সমাবেশ ও প্রদীপ মিছিল করে আসছে।

নাসির উদ দুজার মাধ্যমে টরন্টো ফিল্ম ফোরামের প্রতিনিধি নিয়মিতভাবে ঢাকার আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ রাখতো। বিশেষ করে ‘আমরা একাত্তর’ এর সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস মাহাবুব জামান এর সঙ্গে সমাবেশের ব্যাপারে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় করা হতো।

ঢাকাপ্রকাশ: আপনার বিবেচনায় এই গণসমাবেশ সার্বিকভাবে কতটা সার্থক?

মনিস রফিক: এই সমাবেশ একটি সার্থক গণসমাবেশ। এর প্রধানতম কারণ, এখানে বিভিন্ন শ্রেণির এবং স্তরের মানুষের উপস্থিতি ছিল, সেই সঙ্গে এই সমাবেশে উপস্থিতির সংখ্যাও অনেক ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় ৩০০০ ড্যানফোর্থের ঘরোয়া রেস্টুরেন্টের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তারপর সন্ধ্যা ৭টায় সমাবেশে উপস্থিত সদস্যরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে গান গাইতে গাইতে টরন্টোর ডেন্টোনিয়া পার্কে অবস্থিত শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় এবং ৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন প্রক্রিয়া অব্যাহত রাখার শপথ নেন।

ঢাকাপ্রকাশ: আগামীতে আরও কী কোনো উদ্যোগ আছে?
মনিস রফিক: এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বড় আকারে সমাবেশ করা, কানাডার ফেডারেল এবং বিভিন্ন প্রভিন্সের মানবাধিকার পরিষদে এ দাবির সমর্থনের পক্ষে চিঠি দেওয়া, স্থানীয় এমপিপি এবং এমপিদের মাধ্যমে এ বিষয়টি প্রভিন্স এবং ফেডারেলের বৈদেশিক মন্ত্রীদের কাছে তুলে ধরা। এ ছাড়া, অনলাইনে এ ব্যাপারে গণ সমর্থনের প্রক্রিয়া শুরু করা। কানাডার অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে এ দাবির পক্ষে সমাবেশ করা হবে। যদিও সেটার তারিখ এখনো ঠিক হয়নি।

আরএ/

Header Ad
Header Ad

সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ

সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলন করে সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জান্নাতুল ফেরদৌস নামে এক ভুক্তভোগী নারী। তিনি দাবি করেন, একটি মামলায় তার কাছ থেকে দুই কোটি টাকা দাবি করেন হারুন-অর-রশিদ। টাকা দিতে না পারায় মামলার চার্জশিটে তার পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগকারী ওই নারী জানান, তার স্বামী মৃত হাসান আহমেদ ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পৈতৃক সূত্রে তিনি একজন জুট মিলস ব্যবসায়ীও ছিলেন।

জান্নাতুল ফেরদৌস বলেন, ২০২০ সালে ব্রেইন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তার স্বামী। সে সময়ে তার দেবর কবির আহমেদ ও মুসা এবং তাদের কর্মচারী বিদ্যুৎ ঘোষ বিভিন্ন অজুহাতে কোম্পানির বিভিন্ন ডকুমেন্টস সরাতে শুরু করেন। কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় তার স্বামীকে। এ অবস্থা বুঝতে পেরে তার স্বামী তার প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েন এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তা কামনা করেন। বিষয়টি নিয়ে তিনি রাজধানীর মতিঝিল থানায় জিডিও করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২২ সালের ২৪ জানুয়ারি তার স্বামী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর অভিযুক্তরা পরিবারের আটজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন। এ মামলা পল্টন থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে এ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা ফের তদন্তে দেয় ডিবিকে।

জান্নাতুল ফেরদৌস দাবি করেন, ডিবিপ্রধান হারুন তাকে ডেকে নিয়ে দুই কোটি টাকা চান। অন্যথায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানান। টাকা দিতে না পারায় এবং প্রভাবিত হয়ে এ মামলায় চার্জশিট দেয় ডিবি। পরে আত্মসমর্পণ করে জামিন নেন তারা। মামলাটি এখন চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে।

তিনি বলেন, আমরা ডিসচার্জ আবেদন করছি। এর ওপর শুনানি হবে। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি। তার স্বামীর বেতনভুক্ত কর্মচারী বেইলি রোডে কয়েক কোটি টাকার ফ্ল্যাটসহ বিপুল অর্থের মালিক। এসবই তার স্বামীর অসুস্থতার সুযোগে আত্মসাৎ করা অর্থ বলে দাবি ওই নারীর। এ ছাড়া দেবররা তার স্বামীর মৃত্যুর পরে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ তার।

তিনি বলেন, আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দেবর ও কর্মচারীর বিরুদ্ধে মতিঝিল থানায় ২০২৪ সালের ৩ জুলাই মামলা করি। মামলায় আসামি গ্রেপ্তারের পর আমাদের (বাদী) জিম্মায় জামিন দেওয়া হয়। জামিনের শর্ত ছিল যে, আইন অনুযায়ী তার স্বামীর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তা তারা প্রতিপালন না করে ভয়ভীতি হুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বেশ কটি এসএমএসও গণমাধ্যমকর্মীদের দেখান এ ভুক্তভোগী।

সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পরিবার ও সম্পত্তির নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আর্তনাদ জানান ভুক্তভোগী ওই নারী, তার শিশু সন্তান, ৯০ বছরের বৃদ্ধা মাসহ পরিস্থিতির শিকার ব্যক্তিরা।

Header Ad
Header Ad

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

জাপানে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে।

স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি উপকূলে ভূমিকম্পের পর তিন ফুট উচ্চতার সুনামি ঢেউয়ের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়। যদিও ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প সুনামির বড় কোনো হুমকি সৃষ্টি করবে না, তবে জেএমএ উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, “সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রের দিকে যাবেন না এবং উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থান করবেন না।” পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সূত্র: এএফপি

Header Ad
Header Ad

বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশে কিছুই নেই। পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এতো বেশি যে, কিছু দরিদ্র এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’

বাংলাদেশ নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী’ বলেও কটাক্ষ করেছেন।

এ সময় সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা।

এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ করেছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলেও উপহাস করেছেন তিনি।

শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা ‘বিরক্ত’ বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ভারতে পালানোর সময় ইডেন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সীমান্তে উত্তেজনা: নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, তফসিল ১ ফেব্রুয়ারি
বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস
প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
সচিবালয়ের সামনে এসআইদের আমরণ অনশনের ডাক
সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন