প্রবাস

বরফের চাদরে ঢাকা যুক্তরাজ্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

বরফের চাদরে ঢাকা যুক্তরাজ্য

গত কয়েকদিন ধ‌রেই সূর্যের দেখা মে‌লে‌নি। দি‌নের বেলায়ও ছিল কুয়াশা। রবিবার (১১ ডিসেম্বর) সকাল থে‌কেই বি‌ভিন্ন শহ‌রে তুষারপাত শুরু হয়। সন্ধ্যা হ‌তে হ‌তেই যুক্তরা‌জ্যের লন্ডন, ম্যান‌চেস্টার, বা‌র্মিংহাম, কা‌র্ডিফ, লুটন, নর্দাম্পটনসহ বি‌ভিন্ন শহ‌রে তুষারপাত শুরু হয়। রা‌তে তুষারে ঢেকে যায় সড়কগুলো।

ক‌য়েক বছর পর প্রচণ্ড ঠান্ডা ও তুষারপা‌তে যুক্তরা‌জ্যের জনজীবন স্থ‌বির হ‌য়ে পড়ে‌ছে। রা‌তে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নে‌মে গি‌য়ে‌ছিল। আর মাত্র ক‌য়েকদিন পর বড়‌দিন উৎসব হ‌লেও শুক্র ও শ‌নিবার মানুষের চলাচল অনেকটা কম ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‌বি‌বি‌সি জা‌নি‌য়ে‌ছে, কুয়াশা ও তুষারপা‌তের কার‌ণে বিমান, রেল ও মহাসড়কে যান চলাচ‌লে ব্যাঘাত ঘ‌টে‌ছে। রবিবার দুপুর পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে 'হলুদ আবহাওয়া সতর্কতা' জা‌রি করা হ‌য়ে‌ছে। আগামী সপ্তাহ পর্যন্ত কুয়াশা, বরফ ও তুষারপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

লন্ড‌নের পপলার এলাকার বা‌সিন্দা আক্তার আহমদ ব‌লেন, বিকালে অন্য এক‌টি শহ‌রে গিয়ে‌ছিলাম, তখন কুয়াশা ছিল। রাতে ফিরে দেখি ভয়াবহ অবস্থা। লন্ডন বর‌ফে জ‌মে গে‌ছে। বা‌ড়িঘর, সড়ক, যানবাহন, গাছগাছা‌লি বরফে আচ্ছা‌দিত।

‌ব্রিক‌লে‌নের বা‌সিন্দা রাজু চৌধুরী ব‌লেন, গত মাসে আমি বাংলাদেশ থেকে এসেছি। এ দেশে প্রচণ্ড ঠান্ডার ম‌ধ্যে কিছুটা দু‌র্ভো‌গে পড়ে‌ছি। রবিবার জীব‌নে প্রথম তুষারপাত দে‌খে‌ছি।

লন্ড‌নের পার্শ্ববর্তী শহর লুট‌নের বা‌সিন্দা মে‌হে‌দি হাসান খান ব‌লেন, গত ক‌য়েকদি‌নের ঠান্ডা, কুয়াশা ও তুষারপা‌তের কার‌ণে জনজীব‌নে স্থ‌বিরতা নেমে এসেছে। মানুষ জরু‌রি কাজ ছাড়া ঘর থে‌কে বের হ‌চ্ছে না। আমা‌দের ঠান্ডার ম‌ধ্যে কা‌জ কর‌তে কষ্ট হ‌চ্ছে।

এসজি