প্রবাস

লন্ড‌নে খোশ মেজা‌জে সি‌সিক মেয়র আরিফ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১০:২৯ পিএম

লন্ড‌নে খোশ মেজা‌জে সি‌সিক মেয়র আরিফ

আসন্ন ‌সি‌লেট সি‌টি ক‌রপো‌রেশনের নির্বাচ‌নে সকল জল্পনা-কল্পনার কে‌ন্দ্রবিন্দু বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। বিএন‌পির এই কেন্দ্রীয় নেতার ভো‌টের মা‌ঠে আসা- না আসার উপ‌রে নির্ভর কর‌ছে নির্বাচনী হি‌সাব-নি‌কেশ।

মেয়র আরিফের নির্বাচন বিষ‌য়ে নেতা-কর্মীরা ঘুরপা‌কে থাক‌লেও লন্ড‌নে অনেক খোশ মেজা‌জে আছেন তি‌নি।

‌বিএন‌পি সূ‌ত্রে জানা যায়, সি‌লেট সি‌টির মেয়র প‌দে নির্বাচন নি‌য়ে চলতি সপ্তা‌হে লন্ড‌নে বসবাসরত দ‌লের ভারপ্রাপ্ত চেয়‌ারম্যান তা‌রেক রহমা‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ন আরিফুল হক চৌধুরী। তা‌রেক রহমান‌কে নি‌জের অবস্থান, কর্মকাণ্ডসহ সি‌লে‌টের সা‌র্বিক প‌রি‌স্থি‌তি জানান আরিফ। ত‌বে নির্বাচ‌নে অংশ গ্রহ‌ণের ব্যাপা‌রে দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম্যা‌নের মন গলা‌তে পা‌রেননি।

মঙ্গলবার যুবদ‌লের ইফতার মাহ‌ফি‌লে আরিফ তা‌রেক রহমা‌নের উপ‌স্থি‌তি‌তে 'সিগনা‌ল' পাওয়ারে কথা বল‌লেও 'লাল না সবুজ' এ বিষ‌য়টি প‌রিষ্কার ক‌রেননি।



এদি‌কে তা‌রেক রহমা‌নের স‌ঙ্গে সাক্ষা‌তের পাশাপা‌শি ফুরফ‌ুরে মেজা‌জে সময় কা‌টা‌চ্ছেন আরিফ। ইস্ট লন্ডন মস‌জি‌দে নামাজ আদায়, যুবদ‌লের ইফতার, লন্ডন টাওয়ার হেম‌লেটস কাউন্সি‌লের সংবর্ধনা নেওয়ার পাশাপা‌শি যুক্তরাজ্য বিএন‌পির নেতা-কর্মী‌দের স‌ঙ্গে চা‌য়ের আড্ডায় যোগ দি‌চ্ছেন। এম‌নি এক চা‌য়ের আড্ডার ছ‌বি ফেসবু‌কে আপ‌লোড দি‌য়ে যুক্তরাজ্য বিএন‌পির য‌ুগ্ম সম্পাদক মিছবাহুজ্জামান সু‌হেল লি‌খেন, 'দেশে-বিদেশে, দলের ভেতরে-বাইরে সবাইকে রেড সিগন্যালে আটকে দিয়েছেন। অন্যদিকে গ্রিন সিগন্যালের রিমোট (সময়) উনি নিজের হাতে রেখেছেন। সবাইকে ঘোর অন্ধকারে রেখে উনি গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছেন। উনি হচ্ছেন আমাদের সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।'

আরিফুল হক চৌধুরীর এক ঘ‌নিষ্ঠজন এই প্রতি‌বেদক‌কে জানান, আরিফুল হক চৌধুরী মেয়র প‌দে নির্বাচন কর‌বেন না, বিএন‌পি আগামী সংসদ নির্বাচ‌নে অংশ নি‌লে সি‌লে‌টের এক‌টি আস‌নে তা‌কে দলীয় ম‌নোনয়ন দেওয়া হ‌বে।

এ ব্যাপা‌রে আরিফুল হক চৌধুরী জানান, আমি এক‌টি দল ক‌রি, দ‌লের ‌তো একটা সিদ্বান্ত আছে। আমার নেতা আমা‌কে একটা সিগন্যাল দি‌য়ে‌ছেন। সেটা সম‌য়েই কথা বল‌বে এবং দেখ‌বেন আপনারা।

এসএন