রোমে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২৪ মে ২০২৩, ১২:৪২ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ০৪:৫১ পিএম


রোমে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ইতালি আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সময় মঙ্গলবার ইতালির রোমে এ ঘটনা ঘটে।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি উপাধিতে ভুষিত হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সভায় রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্যের পর মহিলা আওয়ামী লীগের বক্তব্য শুরু করার ঘটনা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে ১০ জনের মতো গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত শামীম আহসানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরা। তবে এ ব্যাপারে কারোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগেও কয়েক বার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।

এসআইএইচ

 

 


বিভাগ : প্রবাস