পাঠকের কথা
জিন্দা লাশ
তোমার মনের রাজপ্রাসাদে
অন্য কারো বাস,
আমার চোখে তখন নামে
ভীষণ বর্ষার মাস।
তোমার বাসর ঘরের ফুলে
আমার সর্বনাশ!
আমি এখন পথে পথেই
ঘুরছি জিন্দা লাশ
আরএ/
তোমার মনের রাজপ্রাসাদে
অন্য কারো বাস,
আমার চোখে তখন নামে
ভীষণ বর্ষার মাস।
তোমার বাসর ঘরের ফুলে
আমার সর্বনাশ!
আমি এখন পথে পথেই
ঘুরছি জিন্দা লাশ
আরএ/