পাঠকের কথা

বিজয় পেয়েছি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১২:৩১ এএম

বিজয় পেয়েছি

বিজয় এসেছে বিজয় পেয়েছি
বিজয় আনল কারা,
লাল টকটকে অগ্নি সূর্য
রক্ত পলাশ যারা।

বিজয় এসেছে বাংলার ঘরে
বিজয় এনেছে কে?
বাংলা মায়ের বীর সন্তান
মুক্তিসেনা যে।

বিজয় এসেছে যে নেতার ডাকে
সে নেতা অম্লান,
সেই নেতাটি বাঙালির প্রাণ
মুজিবুর রহমান।

বিজয় এসেছে লাল সবুজের
ঐ যে পতাকায়,
সোনার বাংলা গানের তালে
আমার এই বাংলায়।

বিজয় এসেছে তারার আলোয়
ফুটফুটে তারা জ্বলে,
তুমি আমি কে, এক পরিচয়
রক্তে কথা বলে।

এসজি