সাধারণ মন
সূর্যের পানে বড়মুখে চেয়ে থাকা
সূর্যমুখী আমি নই।
ধুলায় যারা, জ্বলে হয়ে তারা,
তাদেরই আপন হই।
পাশেপাশে পাই, হাসি-কান্নায়,
যোগায় সাহস হীনবলতায়।
ভালোবেসে ডুবে তার কাছে যাই,
সাথে যে দুলে জোয়ার-ভাটায়।
হৃদয়ে সে আমার উদিত সূর্য
হাত বাড়ানো দূরে।
আগুন সে আমার বর্ষা ও শীতে
ফাগুন কানন জুড়ে।
সুখ মাঝে দুঃখ মুখ বুজে রহে
প্রেম রয়ে যায় চিরবিরহে।
যত হারিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি অর্ঘ্য দান।
বেদনার বনে মুকুল এনেছে শব্দ-ছন্দ তান।
শ্রান্ত জীবনে স্পন্দন আনে
মৃত্যু সরায় জীবনের গানে।
আরও আনে আগামী।
মিলন ও বিরহের মাল্য গাঁথি
একমনে বসে এই আমি।
এসএন