এক দুরন্ত পথপরিক্রমা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
এক দুরন্ত পথপরিক্রমায় ছুটছে সবাই
কেউবা হেসে আবার কেউবা ন্যুব্জ হয়ে কখনো
স্রোতহীন জলাধারে
আবার কখনো ফুলের শয্যা সাজিয়ে।
ছন্দহীন বিচিত্র এ পথপরিক্রমা
বৈচিত্র্য নেই, আছে শুধু প্রত্যাশার তামাশা।
এ প্রত্যাশার মৃত্যু আছে, নেই উদ্ভাবনের সম্ভাবনা
এসো, একটু এগিয়ে দেখি
কিছুক্ষণ চেয়ে থাকি মঙ্গলালোকে
তামাশার তমসাচ্ছন্ন অন্ধকার ভেদ করি
দুরন্ত পথের যাত্রী তো সবাই
যাবো-ও তো কুয়াশাচ্ছন্ন সেই অন্ধকার পথ ধরেই
পথের ধারে নিরন্ন শিশুর আর্তনাদ
সেও তো বারংবার একই কথা বলে
যুদ্ধ-বিধ্বস্ত পৃথিবীর সব গান,
সেও তো শোনায় একই সুরে।
সে সুরে আবদ্ধ হতে দোষ কোথায়!
সঙ্গী হতেই বা বাধা কী? এসো সঙ্গী হই পল্লবহীন
বৃক্ষটির সাথে
নিস্তেজ, বর্ণহীন চিরচেনা বৃক্ষ
ক্ষতি নেই, জড়িয়ে নেই নিবিড়ভাবে।
নিরবচ্ছিন্ন কোকিলের সুরে গান গাওয়া প্রাণের পাখিটি,
তাকেও আপন করেনি
দুরন্ত পথে আরও সঙ্গী করি
অনুপম যৌবন, তাড়িত ভালোবাসা আর চাওয়া-পাওয়ার সব হিসেব নিকেশ।
আরএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)