
অজিত রায় ভজন এর কবিতা 'রিজার্ভ থাকুক'
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৯ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০২:৫৬ এএম

ডলার--
এইটা নিয়ে কী আর বলি
কিবা আছে বলার!
বাড়ছে দেশে দামটা তারই
কঠিন যে পথ চলার।
লাগাম--
ধরতে হবে ঠিক সময়ে
ভাবতে হবে আগাম,
সবকিছুরই দাম বেড়ে হয়
লম্বাতে চুইংগাম।
তবে --
বিদেশ যেতে ডলার লাগে
সঙ্গে নিতেই হবে,
ডলার ছাড়া ছাড় পাবে না
এইটা জানে সবে।
দেশে --
উপচে পড়ুক ব্যাংকে রিজার্ভ
সবার চাওয়া শেষে,
স্বর্ণ-ডলার মজুদ রেখে
থাকবো খেলে হেসে।
-------------------------------------------------------------
রায়নগর,দপ্তরীপাড়া
সিলেট।
/ডিএসএস