পাঠকের কথা

ফাত্তাহ তানভীর রানার কবিতা 'এক সন্ধ্যায়'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪০ এএম

ফাত্তাহ তানভীর রানার কবিতা 'এক সন্ধ্যায়'

এক সন্ধ্যায়


কাপে উঠুক ধোঁয়া
বাইরে ঝড়ুক বারি
তুমি আমার পানে
আমি তোমার পানে
রইবো চেয়ে।
একটি কফি শপে
তুমি আর আমি
বহুদিন পরে।
দেখা হতে পারে বৃষ্টিস্নাত সন্ধ্যায়?

/ডিএসএস