পাঠকের কথা

তাসনিম হোসেন এর কবিতা ‘বন্ধু মানে আমার কাছে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪ এএম

তাসনিম হোসেন  এর কবিতা  ‘বন্ধু মানে আমার কাছে’


বন্ধু মানে আমার কাছে অনেক কিছু পাওয়া,

বন্ধু মানে জীবন জুড়ে সব আনন্দ গাঁথা;

বন্ধু মানে সকাল বিকাল তাকে কাছে চাওয়া।

ঘুম ভাংলেই মনে মনে তারই কথা ভাবা,

কাছে না পেলে মনটা তখন উদাস হয়ে যাওয়া।

বন্ধু মানে যখন তখন বাঁশ বাগানে দৌড়ে ঘুরে ফেরা,

মটর শুঁটির বাগানে গিয়ে ভাগ করে সব খাওয়া।

বন্ধু মানে সাঁঝ সকালে পুকুরে সাঁতার কাটা,

সবুজ মাঠে ছুট দিয়ে অমনি পাল্লা দেওয়া।

হাঁপিয়ে গিয়ে ঘাসের উপর হেঁসে লুটিয়ে পড়া,

হাসতে হাসতে কখন আবার গহিন মনের গল্প বলা,

কখন আবার দুঃখ সাগরে বুক ভাসিয়ে অশ্রু ঝরা।

দূর নীল আকাশে তাকিয়ে থেকে ঘাসের উপর ঘুমিয়ে পড়া।

বন্ধু মানে দুষ্টুমিতে যেমন তেমন কথা বলা,

বন্ধু মানে কাটা ঘায়ে মলম ভরে দেওয়া।

বন্ধু মানে গাল ফুলিয়ে অভিমানে কথা বন্ধ করা,

দু দিন পরে ‘সরি’ বলে আপন করে আবার পাওয়া।

বন্ধু মানে ফাঁকি দিয়ে কাজ, দূর দিগন্তে পাড়ি দেওয়া।

সুখ দুঃখ ভাগ করে দুঃখ কে জয় করা।

বন্ধু মানে যখন তখন ফেসবুকে মেসেজ করা,

কখনো আবার খুনসুটিতে ঝগড়া করে মেসেজ বক্স বন্ধ করা।

চুপি চুপি তাকিয়ে আবার মেসেজ পাওয়ার আশা,

মেসেজ খালি দেখে আবার দুনয়নে অশ্রু ধাঁরা।

একটা লাইক দেখে আবার খুশিতে মন মাতওয়ারা,

চুপি চুপি মোবাইল কলের অপেক্ষায় থাকা।

ছোট্ট একটা ‘সরি’ বলে হাসতে হাসতে লুটিয়ে পড়া।

বন্ধু মানে রাগ ভুলে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরা,

হাসতে হাসতে আবার তখন জমে থাকা সব গল্প বলা।

বন্ধু মানে আমার কাছে অনেক কিছু পাওয়া,

বন্ধু মানে জীবন ছন্দে ছন্দে ভরা।

বন্ধু মানে ভুবন ভরা শান্তি কাছে পাওয়া।

ডিএসএস/