
পাঠকের কথা
হালিমা বিবি এর কবিতা ‘উপন্যাসের উপসংহার’

আমি কত আকাশ পাতাল ভাবনায় বিভোর হয়ে রই,
এমন বেখেয়ালিপনায় এখন নিজেকে খুঁজে পাই কই?
তোমার শহরে অপরিচিতা আমি, জানিনা কি বা তোমার হই?
বেদনার অনলে পুড়ে ছারখার হলেও, এ ব্যথা আমি সই।
তবুও শুনো !আমি তোমার খেলার পুতুল তো নই!
নিরবে সব অভিযোগ আমার, কথায় না ফোটে খই।
তবু আমি অপেক্ষারত, পড়তে তোমার উপন্যাসের বই,
যদি সেই উপন্যাসের উপসংহারে এই আমিটা রই।
ডিএসএস/