আরেফিন আজাদ এর কবিতা ‘জন্ম-মৃত‍্যু’

২৩ মার্চ ২০২৩, ১২:২৩ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ০৪:৩৭ এএম


আরেফিন আজাদ  এর কবিতা ‘জন্ম-মৃত‍্যু’

সূর্যোদয়ে যেন জীবনের সূচনা,

আছে উচ্ছ্বলতা নেই বেদনা ;

এই দেহ এই মাটি,

আছে সাদৃশ্য,বৈসাদৃশ‍্য খাটি;

অদৃশ্য কী যেন এক অনুভূতি ;

রাখে বাচিয়ে এই দেহ;

সেই সত‍্য অনুভূতির স্থায়িত্বে

আছে সংশয়, আছে সন্দেহ ;

সন্ধ্যা নেমে আসার মতন,

ঠিক যেন এই জীবন ও তেমন,

আলোকিত সব কিছু আস্তে আস্তে

হয়ে যায় গ্রাস;

সেই অনুভূতি ও আর থাকে না তেমন -

যখন ফিরে আর আসে না নি:শ্বাস।

 

ডিএসএস/