রসময় ভট্টাচার্য্য এর কবিতা ‘আকাঙ্খা’
ঘাসের ডগায় জীবন
শিশির বিন্দু পৃষ্ঠে ঘর, তবু
দু'হাত বাড়িয়ে আগলে ধরে সূর্য ,আর
চোখ বাড়ায় নক্ষত্রের দিকে।
সাগরে শয্যাপেতে ঘুমায় নিত্য,
ঢেউয়ের তালে দোল খায়, তবু
আকাশের দিকে বাড়ায় হাত
চাঁদকে শিয়রে পেতে।
পাহাড় বেষ্টিত জীবন পথ
ডিমের খোসায় ঘুরপাক খায়, তবু
লাফ দেয় হিমালয় চূড়ায়, আর
খুঁজে মঙ্গলের ঠিকানা।
মহাশূন্যের অভিযাত্রী হতে মেলে ডানা
চাতকের পালক নেই, তবু
স্বপ্নজাহাজে ঘোরায় ভূমণ্ডল,
চিন্তার তীক্ষ্ণতা খোঁজায় জন্মের ঠিকুজী।
ঘাসের ডগার জীবন অবশেষে
শিশির বিন্দুতে দেখে ব্রহ্মাণ্ড,
মাটি কুঁড়ে পায় জন্মতত্ত্ব, আর
হিগস বোসন বা বস্তুর অস্তিত্ব
যাকে ঈশ্বর কণা বলছো।
শাহপরাণ,সিলেট
ডিএসএস/