পাঠকের কথা
আরেফিন আজাদ এর কবিতা "মন ও বন"
মনের মাঝে যদি কেউ লুকিয়ে রাখে বন;
শ্বাপদ সংকুল সে মনে আশ্রয় পায় না খুজে-
অন্য কোন মন।।
বনের মাঝে অনেক হিংস্র জন্তু জানোয়ার
করে বসবাস ;
নির্মম নির্দয় সে হিংস্রতা ভাষায় করা যায় না
প্রকাশ ;
শুধু শোনা যায় শিকারের ব্যর্থ ক্রন্দন।।
মানুষের মাঝে আছে কিছু মানুষ এমন
পশুর চেয়ে ও হিংস্র ;
সে হিংস্রতার রূপ অদৃশ্য -
ক্ষতিও করে অজস্র ;
শুধু ক্ষতির পরেই যায় বোঝা কী ছিল-
আসল প্রলোভন।
ডিএসএস/