রমজানের মাসআলা-৯
রোজা অবস্থায় নাটক-সিনেমা ও নাচ-গান দেখা
রোজা অবস্থায় টিভি নাটক সিনেমা ও নাচ গান দেখা বর্জন করা বাঞ্ছনীয়। রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া পরহেজগারী বা খোদাভীতি ও আত্মশুদ্ধি। প্রচলিত টিভি নাটক সিনেমা ও নাচ-গান সাধারণত তাকওয়া বিরুদ্ধ।
এগুলোর বেশিরভাগই রোজার শিক্ষা ও উদ্দেশ্যের বিপরীত। তাই এসব পরিহার করা উচিত। যদিও এগুলো রোজা ভঙ্গের কারণ নয়; তবুও লক্ষ্য রাখতে হবে–এগুলোতে শরিয়তের বরখেলাপ, হারাম কিছু দেখা হলে অবশ্যই কঠিন গুনাহ হবে এবং রোজার সওয়াব নষ্ট হবে।
সাধারণত টিভি নাটক-সিনেমার ক্ষেত্রে হুকুম হলো–যা খোলা চোখে দেখা জায়েয, তা যে কোনো মাধ্যমে দেখাও জায়েয; আর যা সরাসরি দেখা হারাম, তা যে কোনো উপায়ে দেখাই হারাম। সঙ্গীতের বিধান হলো–ভাব ও ভাষা মার্জিত হওয়া, শরিয়তের লঙ্ঘন না হওয়া এবং কোনোরকম ফিতনার সম্ভাবনা না থাকা। (মাজমাউল ফাতাওয়া)
এসএ/