রমজানের মাসআলা-২০
সাহরির শেষ সময় ও ফজরের আজান
সাহরির সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। মধ্যরাতের পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। ফজরের ওয়াক্ত শুরু হয় সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে।
রমজান মাস ছাড়া বাকি এগার মাস সাধারণ ফজরের আজান হয় সূর্য ওঠার এক ঘণ্টা আগে অর্থাৎ সময় হওয়ার আধা ঘণ্টা পরে।
ফজরের জামায়াত আরম্ভ করা হয় বেলা উঠার আধাঘণ্টা আগে তথা সময় হওয়ার এক ঘণ্টা পরে। রমজান মাসে এর ব্যতিক্রম করা হয়, ফজরের সময় হওয়ার পাঁচ-দশ মিনিটের মধ্যেই আজান দেওয়া হয়।
সুতরাং সাহরি আজান পর্যন্ত খাওয়া যাবে না; বরং সময়সূচি জেনে সাহরির সময়ের মধ্যেই সাহরি খাওয়া শেষ করতে হবে। ফজরের আজান পর্যন্ত বিলম্ব করা যাবে না। (আল উলূমুশ শরইয়্যা)
এসএ/