সৌদিতে আরও ১ বাংলাদেশির মৃত্যু
হজ করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মৃত লায়লা আক্তারের (৫১) বাড়ি মাদারীপুর জেলায়। লায়লা আক্তারের পাসপোর্ট নম্বর ইজি০০৬১০১৭।
এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন।
রোববার (৩ জুলাই) উত্তরা হাজি ক্যাম্পে অবস্থিত সৌদি আরবের এক বুলেটিনে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ ফ্লাইট শুরু হওয়ার পর শনিবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী।
এ পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।
সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৯ হাজার ৫৬৫ জন রয়েছেন।
১৪৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮২টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে।
আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।
কেএম/এসএন