সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হজযাত্রীদের সুখবর দিলো সৌদি সরকার

ছবি: সংগৃহীত

এ বছরের হজ আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, করোনার কারণে গত ৩ বছর হজযাত্রীর সংখ্যা সীমিত থাকলেও এ বছর তা সীমিত রাখবে না সৌদি সরকার। থাকবে না কোনো বয়সসীমাও।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা করোনার আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।

তথ্যমতে, ২০১৯ সালের হজে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর করোনার কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের হজে প্রায় ৯ লাখ হজযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রাখা হয়। বাধ্যতামূলক করা হয় করোনার টিকা ও নেগেটিভ সনদ।

এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের (২০২৪) ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। হজে যেতে হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর। নিবন্ধনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর। কিন্তু ৬ ডিসেম্বর দুপুর পর্যন্ত মাত্র ২ হাজার ৮১০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

অন্যদিকে, আগামী বছর হজে যেতে সরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এ ছাড়া বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

Header Ad
Header Ad

জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, তফসিল ১ ফেব্রুয়ারি

জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ। ছবি: ‍সংগৃহীত

বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। নির্বাচনের তফসিল আগামী ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ সিদ্বান্ত জানান।

এ সময় উপাচার্য জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চেয়েছেন। জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, বিশ্ববিদ্যালয় যদি চায়, তাহলে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে পারে।

অধ্যাপক কামরুল আহসান বলেন, ১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত ইতিমধ্যে ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

 

জাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতে গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক ইউনূস। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষাগত অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন।

জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘যদি আপনারা চান, তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন। নির্বাচনটি আপনাদের নেতৃত্বে আয়োজন করুন।’

এ সময় অধ্যাপক কামরুল আহসান জুলাই গণ–অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান। তিনি বলেন, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ লাখ টাকা দিয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ও অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব প্রমুখ।

 

Header Ad
Header Ad

বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস

ছবি: সংগৃহীত

বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে চট্টগ্রাম কিংস। ঢাকা পর্বে হার দিয়ে যাত্রা শুরু করলেও চট্টগ্রাম পর্বে এসে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। সর্বশেষ সোমবার সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি।

সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম কিংস ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ করে। পাকিস্তানি ওপেনার উসমান খান এবং ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭৮ রান। উসমান ৩৫ বলে ৫৩ রান করেন, যেখানে ছিল আটটি চার ও একটি ছক্কা। ক্লার্ক খেলেন ৩৩ বলে ৬০ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। শেষ দিকে মিঠুনের ১৯ বলে ২৮ রান এবং হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয়।

জবাবে সিলেট স্ট্রাইকার্স ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। এরপর জর্জ মানসে ৩৭ বলে ৫২ রান এবং জাকের আলী ২৩ বলে অপরাজিত ৪৭ রান করেন। তবে চট্টগ্রামের বোলিং আক্রমণের সামনে সিলেটের লড়াই যথেষ্ট হয়নি। পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন, যা দলের জয়ের ভিত গড়ে দেয়।

এই জয়ে চট্টগ্রাম কিংস চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স বিপিএলের শিরোপা দৌড়ে তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করছে।

Header Ad
Header Ad

প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা

নাহিদ রানা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) ২০২৫-এ গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

নিজের প্রথম ড্রাফটে নাম দিয়ে বাজিমাত করেছেন এই টাইগার পেসার। ৫০ হাজার ডলার মূল্যে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। দলের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানে খেলার নতুন মঞ্চে অভিষেক হতে যাচ্ছে তার।

অন্যদিকে, বাংলাদেশের জনপ্রিয় পেসার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান প্লাটিনাম ক্যাটাগরি থেকে অবিক্রিত থাকলেও, ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় এবং হাসান মাহমুদও দল পাননি। তবে, ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে অবিক্রিত খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ রয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

জাতীয় দলে অভিষেকের পর থেকেই রানে আলো ছড়াচ্ছেন নাহিদ রানা। গত বছর পাকিস্তানে দুই টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি, যেখানে এক ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। সেই পারফরম্যান্সই হয়তো পেশোয়ার জালমিকে আকৃষ্ট করেছে।

বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ রানা। ৬ ম্যাচে ২৩ ওভার বল করে ৯ উইকেট শিকার করেছেন, যার গড় ২০ দশমিক ৩৩।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, তফসিল ১ ফেব্রুয়ারি
বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস
প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
সচিবালয়ের সামনে এসআইদের আমরণ অনশনের ডাক
সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ