ধর্ম

আগামী ১৮ মার্চ পবিত্র শবে বরাত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৩ মার্চ ২০২২, ০৭:৫৪ এএম

আগামী ১৮ মার্চ পবিত্র শবে বরাত

দেশের আকাশে বৃহস্পতিবার (৩ মার্চ) কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে।

এদিন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্‌যাপন করে থাকেন।

এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন।

এমএমএ/