বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের চোখ-মুখে অস্বস্তির ছাপ

সারা দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পটুয়াখালীতে বাস, লঞ্চসহ বেড়েছে সব ধরনের ইঞ্জিনচালিত বাহনের ভাড়া। আগের তুলনায় এখন সব পরিবহনের ভাড়া বেড়েছে। এ নিয়ে অস্বস্তি কাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
রবিবার (৭ আগস্ট) সকাল থেকে বাড়তি ভাড়া কার্যকর হওয়ায় যাত্রীদের চোখ-মুখে লক্ষ্য করা গেছে অস্বস্তির ছাপ।
অভ্যন্তরীণ পরিবহনে কুয়াকাটা থেকে বরিশালগামী যাত্রীদের আগের ভাড়ার সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি ৫০-৭০ টাকা। আর কুয়াকাটা-ঢাকা রুটে ভাড়া বাড়ানো হয়েছে ১০০-১৫০ টাকা।
এদিকে লঞ্চ ভাড়াও বেড়েছে অনেক। সিঙ্গেল কেবিনে আগের থেকে বেশি রাখা হচ্ছে ২০০-৩০০ টাকা। আর ডাবল কেবিনে আগের থেকে বাড়ানো হয়েছে ৩০০-৫০০ টাকা। হঠাৎ এত বেশি ভাড়া বাড়ানোর ফলে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাই তারা ভাড়া পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে পটুয়াখালীর বাস মালিক সমিতির সেক্রেটারি রিয়াজ মৃধার ফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।
এসজি/
