উত্তাল মেঘনার পানিতে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে

ভোলার ব্যস্ত ইলিশা ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যায়। ফলে গাড়ি ওঠানামা ব্যাহত হচ্ছে। তা ছাড়া এ্যাপ্রেজমেন্ট রেড (ঘাটের সংযোগ) সড়ক মেঘনার ভাঙনের মুখে পড়েছে। বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মেঘনা নদীর তীরের ইলিশা ফেরিঘাটের হাই ওয়াটার লেভেল গ্যাংওয়ের অর্ধেকের বেশি ডুবে আছে। এ সময় কনক চাঁপা নামের ফেরিটি লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে গাড়ি বোঝাই করে এসে ইলিশা ফেরিঘাটে থেমে থাকে।
অপরদিকে আরেকটি ফেরি গাড়ী লোড দিতে পারেনি পানির কারনে গাড়ি নামতে-উঠতে পারছিল না। ফেরিঘাটের পন্টুন অনেক উঁচুতে থাকায় গ্যাংওয়ে খাড়া হয়ে আছে। লোকজন নৌকায় করে ফেরি থেকে নামেন। এ ছাড়া গ্যাংওয়ের শেষ মাথা থেকে পাকা সড়ক পর্যন্ত ১০০ মিটার সংযোগ সড়কটি রয়েছে ভাঙ্গা।
গাড়ির চালকেরা বলেন, ঘাটটি দ্রুত সংস্কার করা দরকার। তা না হলে এ ভাবে গাড়ী উঠানামা করতে পারে না। চট্রগ্রাম থেকে আসা হাবিবুল নামের একজন ট্রাকচালক বলেন, ঘাট থেকে প্রচুর আয় হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিংবা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘাটের যত্ন নিচ্ছে না। ঘাটটি নিয়মিত সংস্কার করছে না।
ভোলার ইলিশা ফেরিঘাটের সহকারী পরিচালক মোঃ পারভেজ খান বলেন, এখন তিন নম্বর সতর্কতা সংকেত চলছে, দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং অতিরিক্ত জোয়ার কারনে ফেরি চলাচল একঘন্টা বন্ধ ছিলো। গ্যাংওয়ে বন্যার পানিতে ডুবে থাকার কারনে এমনটা হয়েছে তবে কিছুক্ষন পরেই ভাটায় পানি কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
এএজেড
