বরগুনায় আগুনে পুড়িয়ে ইউপি সদস্যকে হত্যায় মামলা

বরগুনার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফারুক আহমেদ শামিমকে (৩২) ঘরে তালা লাগিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (১৩ আগষ্ট) রাতে ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।
ওসি জানান, শনিবার দুপুরে নিহত শামীমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বেতাগী থানায় একটি হত্যা মামলা করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ইউপি সদস্য শামীমের বসতঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ভেতরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামিমের শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। একইসঙ্গে তার স্ত্রী সূচী আক্তারও দগ্ধ হন।
পরদিন বুধবার ভোরে শামিম ও তার স্ত্রীকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরে সেখান থেকে শামিমকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শামিম মারা যান।
শুক্রবার সকালে বেতাগীর ভোড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পাবিবারিক কবরস্থানে শামীমকে দাফন করা হয়।
এসআইএইচ
