ভারতের জলসীমায় ৫৭ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের ১৭ জন জেলেকে ভাসমান অবস্থায় বঙ্গোপসাগরের ভারতীয় অংশ থেকে উদ্ধার করেছে সেই দেশের জেলেরা। পরে তাদের দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আরেকটি ট্রলারের জেলেসহ ৪০ জনকে উদ্ধার করা হয়েছে ভারতে। দুটি ট্রলারই প্রতিকূল আবহাওয়ায় দেশের জলসীমার বাইরে চলে যায়।
জানা গেছে, মাছ ধরা ট্রলার দুটির মধ্যে শুক্রবার (১৯ আগস্ট) বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের ফারুক হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া নামের ট্রলারটি ডুবে যায়। ঘটনার ১২ ঘণ্টা পর জেলেদের উদ্ধার করে ভারতীয় জেলেরা। অপর ট্রলারটির নাম শুভ সকাল। এটি ভারতীয় মালিকানাধীন।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ফারুক হোসেন বলেন, ‘আমার ট্রলার ১৭ আগস্ট ১৫ দিনের জন্য সাগরে মাছ শিকারের জন্য যায়। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ১৭ জেলেসহ ডুবে যায়। প্রায় ১২ ঘণ্টা পর ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ভারতের পাথর প্রতিমা থানায় হস্তান্তর করে ভারতীয় একটি ট্রলারের জেলেরা। পরে ওই এলাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম বলেন, ঝড়ের কবলে বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে ডুবে যায় এবং অনেক জেলেও নিখোঁজ হয়। এর মধ্যে পাথরঘাটার আলম মোল্লার মালিকানাধীন এফবি শাহ মোহছেন আউলিয়া-২ ট্রলারটি শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করায় নেটওয়ার্কের বাইরে চলে যায়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে তারা আস্তে আস্তে দেশীয় জলসীমায় ঢুকে পরে। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরে আসে। এ ছাড়া রাত ১২টার দিকে ফারুক হোসেনের মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলার ডুবে গেলেও ১২ ঘণ্টা পর জেলেদের উদ্ধারের খবর পাওয়া যায়।
এদিকে বর্তমানে ভারতে অবস্থান করছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। মুঠোফোনে তিনি বলেন, ভারতের পাথর প্রতিমা এলাকার দিকে যাচ্ছি। ইতিমধ্যে চিকিৎসাধীন জেলেদের খোঁজ-খবর নিয়েছি।
অপরদিকে রবিন্দ নাথ রনজিত নামে এক ভারতীয় মালিকানাধীন উদ্ধারকারী জাহাজ বিসমিল্লাহ-২ থেকে মুঠোফোনে একজন জানান, শনিবার সন্ধ্যার পর ১৭ জেলেকে প্রথমে উদ্ধার করা হয়। একই মালিকের বিসমিল্লাহ-৩ এর মাঝি কাবলের নেতৃত্বে আরও একটি ট্রলারের ৪০ জেলেকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটির নাম শুভ সকাল, উদ্ধারকৃত সকলের বাড়ি ভোলা জেলায়।
এসআইএইচ
