মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা দেলোয়ার সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ওই তরুণী বাদী হয়ে বাবার বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করেন। পরে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

দেলোয়ার শিকদার উপজেলার ডাবুলগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, এক মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে তুলে না দেওয়ায় তিনি তার মা-বাবার সঙ্গেই থাকতেন। গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে বাবা দেলোয়ার শিকদার গামছা দিয়ে মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ওই তরুণী। পরে শুক্রবার সকালে বাড়িতে একা পেয়ে মেয়েকে আবারও ধর্ষণ করে। এসময় প্রতিবেশীরা বিষয়টি দেখে ফেলে এবং ঘরের দরজা খুলে মেয়েকে উদ্ধার করে। পরে দেলোয়ারকে আটক করে পুলিশে দেয় তারা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার আসামিকে আদালতে পাঠানো হবে।

এসজি 

Header Ad
Header Ad

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (২০ মার্চ) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠকটি হবে।

কমিশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলবে। সম্ভাব্যতার ভিত্তিতে আগামী সপ্তাহে আরও দুটি দলের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মঙ্গলবার পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। এদিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এছাড়া বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে কমিশন জানিয়েছে।

মতামত জমা দেওয়া বাকি ১৩টি দল হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং নাগরিক ঐক্য।

গত বছর সরকার সংবিধান, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি, পুলিশ এবং নির্বাচন সংস্কার বিষয়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। ফেব্রুয়ারি মাসে পাঁচটি কমিশন তাদের পূর্ণাঙ্গ মতামত জমা দেয়। এরপর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

পুলিশ সংস্কার বাদে বাকি পাঁচটি কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত সংগ্রহের জন্য ১৬৬টি প্রশ্ন স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এই মতামত জমা দেওয়ার সময়সীমা ছিল ১৩ মার্চ।

সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবনাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

Header Ad
Header Ad

গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা

গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন সদস্য হামজা চৌধুরী। যার এখনও লাল-সবুজের জার্সিতে এখনও অভিষেক হয়নি, কিন্তু তার আগেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) বিকেলে তিনি তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাটে পৌঁছালে সেখানে এক বিশাল উৎসবের আয়োজন হয়।

হামজার আগমনকে ঘিরে গ্রামের বাড়ি হয়ে ওঠে আনন্দের কেন্দ্রবিন্দু। গ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ তার বাড়িতে আসতে শুরু করেন। অনেকটা যেন বিয়ে বাড়ির মতো পরিবেশ তৈরি হয়। সেখানে হামজা চৌধুরী ব্যক্তিগতভাবে ঈদ উপহার বিতরণ করেন, বিশেষত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে। হলুদ খামে ভরা ঈদ উপহার নিজ হাতে তুলে দেন তিনি।

এদিন সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় ছিল। পরে বিকালে তিনি হবিগঞ্জ জেলার স্নানঘাটে পৌঁছালে হাজার হাজার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

হামজার আগমনে তার বাড়ি সাজানো হয়েছে বেশ বর্ণিলভাবে, এবং পুরো এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। বাড়ির প্রবেশপথসহ বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়, যেন তিনি যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন, সেটি প্রতিফলিত হয়। হামজার বাড়ির পাশেই একটি ছোট মঞ্চ তৈরি করা হয়, যেখানে তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

এ বিষয়ে হামজার চাচা দেওয়ান মাসুদ জানান, ২০১৪ সালে হামজা সর্বশেষ দেশে এসেছিলেন। ২০২২ সালে তার বিয়ে হলেও এরপর আর দেশে আসেননি। তবে এই সফরে তাদের আগমন ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন, অনেকেই তাকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা বারণ করেছেন। রমজান মাসে দীর্ঘ সফর শেষে পরিবারের সদস্যদের জন্য ছোট একটি ইফতার আয়োজন করেছেন। এছাড়া তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসায় সকলের সম্মানে এই আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটাবেন।

Header Ad
Header Ad

ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন যে, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ছাত্ররা জুলাই বিপ্লব এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য যে ভূমিকা পালন করেছে, সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়।

মঙ্গলবার (১৮ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী আরও বলেন, রাজনৈতিক দলগুলো সরকারে থাকা অবস্থায় অনেক প্রতিশ্রুতি দেয়, আবার সরকারে যাওয়ার আগেও দেয়। কিন্তু ক্ষমতায় বসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না। ছাত্ররা এই অতীত ইতিহাস খুব ভালোভাবেই মনে রেখেছে এবং এজন্যই তারা সরকার কিংবা যেকোনো রাজনৈতিক দলের কথায় আস্থা রাখতে পারছে না। সম্ভবত তাদের দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা নতুন দল গঠন করেছে।

তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলাম একটি সুসংগঠিত দল, যেখানে কোনো বিবাদ, মতভেদ বা চেয়ার ভাঙাভাঙি নেই। সংগঠনটি যাকে যোগ্য মনে করে তাকে মনোনয়ন দেয় এবং সবাই তা মেনে নেয়। দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলটি পরিবারতন্ত্রের কোনো সুযোগ দেয় না এবং ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না।

সভায় পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব
গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী
সাদ্দাম-ইনানসহ ঢাবির বহিষ্কৃত ১২৮ ছাত্রলীগ নেতার নাম-পরিচয় প্রকাশ
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি (ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
আপনি কি পরিবারের বড় সন্তান? আপনাকে অভিনন্দন!
টিসিবির জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
শেখ হাসিনা ও রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ
ফেসবুক স্টোরি থেকেও আয়ের সুযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীনে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান
নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত