আগুনে ঘর পুড়ে ছাই, নিঃস্ব জেলে পরিবার

বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে এক জেলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লেগে সোহরাব খানের ঘরে থাকা জাল, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছে পুরো পরিবার।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী খলিল ফকির জানান, রাত ২টার দিকে সোহরাবের ঘরে আগুন দেখে পার্শ্ববর্তী লোকজনকে ডাক দিলে তারা ছুটে আসেন। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও তাপ বেশি থাকায় সব পুড়ে ছাই হয়ে গেছে। জেলে সোহরাব কিছুদিন আগে সমুদ্রে মাছ শিকারে গেছেন। অন্যদিকে তার স্ত্রী মেয়েদের বাড়িতে যাওয়ায় ঘরটি খালি ছিল।
ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, হঠাৎ এই অগ্নিকাণ্ডে ঘরের মধ্যে থাকা ট্রলারের জাল ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডে নিঃস্ব জেলে পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারিসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন প্রতিবেশীরা।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ৯৯৯ থেকে তথ্য পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার জন্য কোনো সড়ক না থাকায় আগুন নেভানোর গাড়ি রেখে হেঁটে যেতে হয়েছে। ততক্ষণে ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
এসজি
