সড়ক দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িচালক নিহত

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রলি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।
তিনি বলেন, ‘যাত্রীবাহী একটি থ্রি হুইলার এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রলি কাউকে সাইড না দিয়ে পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ট্রলির চালক নিহত হন। তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িটি নিয়ামতি ইউনিয়নের দিকে যাচ্ছিল।
এসএম/এএন
