নওগাঁয় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ফাইল ছবি
নওগাঁর কেন্দ্রীয় ঈদগাহ নওযোয়ান মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে প্রধান ইমাম হিসেবে থাকবেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ আব্দুল মজিদ। সহযোগী হিসেবে থাকবেন আরও দুইজন ইমাম। এই ঈদগাহে একটিই জামাত হয়ে থাকে। তবে আবহাওয়া খারাপ থাকলে কিংবা বৃষ্টি হলে সকাল ৯টায় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে।
সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে নওগাঁ জেলা প্রশাসন। প্রধান ঈদগাহ মাঠ নওযোয়ান ঈদগাহ ময়দান সাজানো হচ্ছে। ইতোমধ্যে প্রবেশ গেট নির্মাণ করা হয়েছে। ময়দানের ভেতরে সামিয়ানা তৈরির কাজ চলমান রয়েছে। এ ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় ঈদগাহে নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিন হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, সেফ হোমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবেন।
এসজি