শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

আজ শুক্রবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, "যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জনগণ এখন চায় তারা সংসদে তাদের প্রতিনিধি হয়ে কাজ করুক। যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি তাদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি এই দায়িত্ব নেব। এটি আমার জন্য আমানত।"

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। কয়েক দিনের মধ্যেই এই ঘোষণাপত্র জনগণের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণ এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়। একটি স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠু নির্বাচন কমিশন, কার্যকর বিচার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্বে ফেরা নিশ্চিত করতেই হবে। তবে তিনি ৬ মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন।

পঞ্চগড়ের বৈষম্যের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, "বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। শুধু কয়েকটি রাস্তা হয়েছে, কিন্তু একটি শিল্প কারখানা পর্যন্ত তৈরি হয়নি। পঞ্চগড়ের মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।"

অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সারজিস আলম। তিনি বলেন, "যদি বিত্তবানরা সদিচ্ছা দেখান এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে।"

তিনি পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতারা। বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়ে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠকের প্রস্তাব করেছিল বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তবে, হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে তিনটি সূত্র জানিয়েছে যে, ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য প্রতিনিয়ত ভারতের সমালোচনা করছেন, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব হচ্ছে না।

একটি সূত্র উল্লেখ করেছে, সম্মেলনে বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তাই হয়তো ড. ইউনূস ও মোদির মধ্যে কথাবার্তা হতে পারে, তবে তা আনুষ্ঠানিক বৈঠক হবে না।

২ থেকে ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।

উল্লেখযোগ্যভাবে, বিভিন্ন ইস্যুতে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলার কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত এখনো কোনো জবাব দেয়নি, যা সম্পর্কের অবনতিতে প্রভাব ফেলছে।

Header Ad
Header Ad

রাত ১টার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ছবি: সংগৃহীত

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার রাত ১টার মধ্যে দেশের ৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

যে অঞ্চলগুলোতে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেগুলো হলো: রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এতে করে সারাদেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতে সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে, আগামী রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান

ছবি: সংগৃহীত

আজ (২১ মার্চ) পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান। বছরের এই দিনটিকে বলা হয় ‘ভারনাল ইকুইনক্স’। এ দিন সূর্য ঠিক বিষুবরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, যার ফলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে।

পৃথিবীর মেরু রেখা ধ্রুবতারামুখী হয়ে সবসময় কক্ষপথের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। অপরদিকে, নিরক্ষরেখা বা বিষুবরেখার সমতল কক্ষপথের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। এর ফলেই প্রতি বছর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।

২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রা শুরু করে এবং রাতের শেষের দিকে বিষুবরেখার ওপর অবস্থান নেয়। তাই পরের দিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধে দিন ও রাত সমান থাকে।

আগামীকাল থেকে সূর্য উত্তর গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে এবং এ কারণে উত্তর গোলার্ধে গরমের মাত্রা ধীরে ধীরে বাড়বে। দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং রাতের দৈর্ঘ্য কমতে থাকবে। এই পরিবর্তন চলবে আগামী ২১ জুন পর্যন্ত, যেদিন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিন এবং সবচেয়ে ক্ষুদ্র রাত ঘটে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির মধ্যে বৈঠক হচ্ছে না
রাত ১টার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
নরসিংদীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধসহ আহত ১০
বাতিল হচ্ছে শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি
বাইতুল মোকাররমে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচার দাবিতে মিছিল
হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ড, হাজার হাজার যাত্রী আটকা
গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: হোয়াইট হাউস
ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ২৪৯ অপরাধী গ্রেপ্তার
ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান; স্থানীয়দের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকিরকে সাময়িক বরখাস্ত
ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়
ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি
কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত, তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির
আত্মপ্রকাশ করলো সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের ‘জনতার দল’
১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি
ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ
মার্চে রেমিট্যান্সে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ