সারাদেশ

টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক (ভিডিও)


সারাদেশ ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৯:৩২ এএম

টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক (ভিডিও)
ভূঞাপুর থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে একজন মহিলা আওয়ামী লীগ নেত্রী ও এক পুরুষ সহযোদ্ধাকে স্থানীয়রা একটি আপত্তিকর পরিস্থিতিতে আটক করেছেন বলে জানা গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার পলশিয়া গ্রামে ওই নেত্রীর নিজ বাড়িতে।

আটক নারী রেহানা পারভীন (৪০) নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং পলশিয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। অভিযুক্ত অপর ব্যক্তি মো. বাবলু (৪৫) একই ইউনিয়নের সার পলশিয়া গ্রামের বাসিন্দা ও ‘বাবলু ডেকোরেটর’ নামেও পরিচিত। তিনি পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা পারভীন ও বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়দের ধারণা। বুধবার রাতে রেহানার বাড়িতে তারা একত্রিত হলে, ওঁত পেতে থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের আটক করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছু মানুষ উত্তেজিত হয়ে তাদের মারধরও করেন।

পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, "স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।"

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, "ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।"