
ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের মরদেহ উদ্ধার
১৯ মার্চ ২০২৩, ০৯:৪৭ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৯:২১ এএম

মোংলা বন্দরে একটি ড্রেজারে কাজ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে নাঈম দেওয়ান (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকালে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় ওই ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত নাঈম মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।
এ ব্যাপারে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ষ্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বলেন, মোংলা বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ ড্রেজারে কাজ করত নাঈম নামে এক শ্রমিক। শনিবার বিকালে ওই ড্রেজারের পাখা পরিস্কার করার সময় হঠাৎ তার উপর পাখাটি খুলে পড়লে নদীতে ছিটকে পড়েন নাঈম । অনেক খোঁজ চালিয়েও সন্ধান মেলেনি তার। রাত ৭টায় নিখোঁজ নাঈমকে উদ্ধারে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপরে রাত সাড়ে ৮টায় ড্রেজারের পাখায় জাড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে তারা। পরে নাঈমের লাশ মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ